দিনে দিনে প্রুযুক্তির উন্নতির সাথে সোশ্যাল মিডিয়ার (Social Media) ব্যবহার বেড়েছে। নেটপাড়ায় ভালোর পাশাপাশি ট্রোলারদের সংখ্যাও নেহাত কম নয়, বরং দিন দিন বেড়েই চলেছে নিন্দুকের সংখ্যা। মূলত সেলেব্রিটিদের টার্গেট করে চলে নোংরা ট্রোলিং। ওপর বাংলার অভিনেতা আশরাফুল আলম, তাকে নিয়ে ইন্টারনেটে চলে ট্রোলিংয়ের ঝড়। চিনতে পারলেন না? আশরাফুল আলম বলতে হিরো আলমের (Hero Alam) কথা বলা হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে বহুবার তাঁর চেহারা থেকে অভিনয়ের জন্য তাকে নিয়ে কটাক্ষ করেছেন নেটিজেনরা। তাঁর বেসুরো গানের গলা নিয়েও বহুবার অপমান করা হয়েছে তাকে। কিন্তু এতদিন নেটিজেনদের সমস্ত খারাপ কথা গায়ে না মেখে নিজের মত করে এগিয়ে চলেছিলেন তিনি। বাংলাদেশের বগুড়ার বাসিন্দা হিরো আলমকে কটাক্ষ করলেও তাঁর জনপ্রিয়তা কিন্তু কমেনি। ইতিমধ্যেই পাঁচটি ছবি রিলিজ করেছেন তিনি।
তবে সম্প্রতি সোমবার ফেসবুক লাইভ এসে আর সিনেমা না তৈরী করার কথা ঘোষণা করলেন হিরো আলম। এদিন লাইভ এসে অভিনেতা জানান, ‘ অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি আর এফডিসিতে যাব না। কোনো চলচ্চিত্রও বানাবো না। এই পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছি, আর কোনো চলচ্চিত্র নিৰ্মাণ করব না। কারণ, এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না। চলচ্চিত্র জগতের লোকেরা কখনোই আমাকে মেনে নেবে না’।
এদিন ভিডিওটি তিনি আরও জানান, চলচ্চিত্র জগতের লোকেরা তাকে ধিক্কার জানায়, অনেক অপমান করে লাঞ্ছনা ও অত্যাচারের শিকার হয়েছেন তিনি। হিরো আলমের অভিযোগ পরিচালক শাহীন সুমন তাকে সকলের সামনে এফডিসি থেকে বের করে দিয়েছেন। এই ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে তাকে। অভিনেতা জানান, ‘চলচ্চিত্রের জন্য কি না করেছি আমি! চলচ্চিত্রকে ভালো বাসি বলেই ফেসবুক, ইউটিউব থেকে বিভিন্ন কনসার্ট থেকে উপার্জন করা টাকা দিয়ে চলচ্চিত্র বানাই। অনেক দুঃখ কষ্ট নিয়েই চলচ্চিত্র বানানো ছেড়ে দিলাম।
ভিডিওতে আলম বলেন, ‘এমন অনেকে রয়েছেন যারা ঢালিউডের প্রযোজকদের বারণ করেন আমার সাথে কাজ করার জন্য। তাদের মতে, হিরো আলম কেবল বাঁদর নাচ নাচতে জানে, ও বাঁদর। দেখতে খারাপ বলে সুন্দর মানুষেরা এভাবেই দূরে থেকে দিচ্ছেন আমাকে’। এই সমস্ত কথা বলতে গিয়ে শেষে কেঁদে ফেলেন হিরো আলম। আর চোখের জল মুছেই শেষ করে দেন লাইভ ভিডিও।
ইতিমধ্যেই হিরো আলমের এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। বহু নেটিজেনরা ভিডিও দেখে কমেন্টবক্সে নিজেদের মন্তব্য জানিয়েছেন। তবে ভিডিওতে কেউ পজিটিভ তো কেউ নেগেটিভ মন্তব্য করে গিয়েছেন। এখন আগামী দিনে কি হয় সেটাই দেখার।