• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গানটার ‘ধর্ষণ’ করে দিলেন! পুষ্পা ছবির ‘শ্রীভল্লি’ গান গেয়ে, নোংরা ট্রোলের শিকার হিরো আলম

বাংলদেশের অভিনেতা হিরো আলম (Hero Alam)। যার আসল নাম আশরাফুল আলম হলেও হিরো আলম নামেই তিনি বেশি পরিচিত। ছবি থেকে ফেসবুক ভিডিও ও ইউটিউব ভিডিওতে বেশ জনপ্রিয় একজন অভিনেতা তিনি। নিজেই চলচ্চিত্র পরিচালনা করেন, এমনকি গানও করেন। নিজের গানের ভিডিও সরে করেন সোসিয়াল মিডিয়াতে। যা নিমেষের মধ্যেই ভাইরাল হয় চর্চার বিষয় হয় দাড়ায়। সম্প্রতি একটি গানকে নিজের মত করে গেয়ে আবারও তুমুল চর্চার বিষয় হয় দাড়িয়েছেন হিরো আলম।

বর্তমানে যে সমস্ত গান ট্রেন্ডিংয়ে চলছে তার মধ্যে অন্যতম পুষ্পা ছবির গান গুলো। ফেসবুক থেকে ইউটিউব সর্বত্রই চলছে পুষ্পা ছবির ‘শ্রীভল্লি’ (srivalli) গানটি। এবার এই গানটিকে নিজের মত করে গেয়ে নতুন মিউজিক ভিডিও তৈরি করলেন হিরো আলম। হিরো আলমের গলায় ‘শ্রীভল্লি’ ইতিমধ্যে ভাইরাল হয় গিয়েছে নেটপারায়। তবে গানের ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশংসা মিললেও কটাক্ষ হয়ছে অনেকগুণ বেশি।

   

হিরো আলম,পুষ্পা,শ্রীভাল্লী,Hero Alom,Srivalli,Pushpa Song Srivalli,Hero Alam Srivalli Song,Hero Alam trolled after singing Srivalli

হিরো আলমের গলায় ‘শ্রীভল্লি’ শুনে একপ্রকার ক্ষেপে লাল হয় গিয়েছে নেটিজনরা। এমনিতেই নেটিজনর ট্রোলিংয়ে কোনো সুযোগ ছাড়ে না, তাই হিরো আলমকেও নোংরা মন্তব্যে ভরিয়ে দিয়েছে নেটিজন্ডের অনেকেই। এক নেটিজনের মতে, গানটিকে খুব সুন্দর ও সভ্যভাবে ধর্ষণ করে দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আপনি একজন লেজেন্ড মানুষ। এছাড়াও ইউটিউব তার গান শুনে বেছে আছেন এটাই ভাগ্যের কথা বলে জানিয়েছেন অনেকে।

যদিও এই প্রথমবার গান গেয়ে ট্রোলড হননি অভিনেতা। এর আগে পৃথিবীব্যাপী ভাইরাল হওয়া ‘ মানিকে মাগে হিথে ‘ গান নিজের মত করে গেয়েছিলেন হিরো আলম। সেই সময়েও নেটিজন্ডার ব্যাপক কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেতা। তবে এসব থামবার পত্র নন তিনি। এরপর ভুবন বাদ্যকরের গাওয়া ভাইরাল কাঁচা বাদাম গানের হিন্দি সংস্করণ করেন তিনি। সেই গানটিও নেটপাড়ায় বেশ চর্চিত হয়। সেই থেকে অনুপ্রাণিত হয়েই হতো এবারে গান ধরেছেন তিনি।

হিরো আলম,পুষ্পা,শ্রীভাল্লী,Hero Alom,Srivalli,Pushpa Song Srivalli,Hero Alam Srivalli Song,Hero Alam trolled after singing Srivalli

প্রসঙ্গত, কিছুদিন আগেই ফেসবুক লাইভ ভিডিওতে এসে কেঁদে ভাসিয়েছেন হিরো আলম। লাইভ এসে তিনি জানান, ‘ অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি আর এফডিসিতে যাব না। কোনো চলচ্চিত্রও বানাবো না’। অভিযোগ পরিচালক শাহীন সুমন তাকে সকলের সামনে এফডিসি থেকে বের করে দিয়েছেন। সাথে তিনি আরও জানান অনেকেই আমাকে ‘বাঁদর’ বলে, দেখতে খারাপ বলে সুন্দর মানুষেরা আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছেন