বাংলদেশের অভিনেতা হিরো আলম (Hero Alam)। যার আসল নাম আশরাফুল আলম হলেও হিরো আলম নামেই তিনি বেশি পরিচিত। ছবি থেকে ফেসবুক ভিডিও ও ইউটিউব ভিডিওতে বেশ জনপ্রিয় একজন অভিনেতা তিনি। তবে অভিনয় থেকে শুরু করে নাচ গান যে ভিডিওই শেয়ার করুন না কেন নেটপাড়ায় বহুবার ট্রোলের শিকার হতে হয়ে তাকে। এবার হিরো আলম কলকাতায় আসছেন কাজের জন্য।
সম্প্রতি ফেসবুক লাইফে এসে কেঁদে ভাসিয়েছিলেন অভিনেতা। লাইভ এসে তিনি জানান, ‘ অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি আর এফডিসিতে যাব না। কোনো চলচ্চিত্রও বানাবো না। এই পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছি, আর কোনো চলচ্চিত্র নিৰ্মাণ করব না। কারণ, এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না। চলচ্চিত্র জগতের লোকেরা কখনোই আমাকে মেনে নেবে না’।
হিরো আলমের অভিযোগ পরিচালক শাহীন সুমন তাকে সকলের সামনে এফডিসি থেকে বের করে দিয়েছেন। এই ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে তাকে। অভিনেতা জানান, ‘চলচ্চিত্রের জন্য কি না করেছি আমি! চলচ্চিত্রকে ভালো বাসি বলেই ফেসবুক, ইউটিউব থেকে বিভিন্ন কনসার্ট থেকে উপার্জন করা টাকা দিয়ে চলচ্চিত্র বানাই। অনেক দুঃখ কষ্ট নিয়েই চলচ্চিত্র বানানো ছেড়ে দিলাম।
তবে সম্প্রতি নতুন স্ট্যাটাস দিয়ে আবারো কাজ শুরুর কথা জানিয়ে দিয়েছেন তিনি। যদিও কথা মত বাংলাদেশে আর কাজ করবেন না তিনি। এবার কাজের খোঁজে কলকাতায় আসছেন হিরো আলম। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘দেশে নয়, এখন থেকে কলকাতায় প্রযোজনা ও কাজ করব – হিরো আলম’।
প্রসঙ্গত, বাংলাদেশের হিরো হলেও নেতাপাড়ার দৌলতে এদেশেও বেশ জনপ্রিয় তিনি। কিছুদিন আগে ভাইরাল হয়ে পড়া ‘কাঁচা বাদাম’ গানের হিন্দি রিমেক করেছিলেন তিনি। যেটা ব্যাপক চর্চায় এনে দিয়েছিল তাকে। এর আগে পৃথিবী জুড়ে ভাইরাল হওয়া ‘মানিকে মাগে হিথে’ গানটিকেও গেয়েছিলেন তিনি। তবে ভুলভাল উচ্চারণ করে গাওয়া গানের জেরে ভাইরাল কম ট্রোল বেশি হয়েছিলেন হিরো আলম।