• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের পর সামনে এল মেয়েরও কার্বন কপি! ঐশ্বর্য কন্যা আরাধ্যার মতো হুবহু দেখতে এই খুদে ভাইরাল নেটপাড়ায়

aishwarya rai,ardhya bachchan,xerox copy,ঐশ্বর্য রাই,আরাধ্য বচ্চন,জেরক্স কপি

প্রকৃত অর্থেই বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম পরম সুন্দরী অভিনেত্রী হলেন ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwariya Rai Bacchan)। তবে প্রাক্তন এই বিশ্বসুন্দরী এখন আর শুধুমাত্র অভিনেত্রী নন, সেইসাথে একদিকে তিনি বচ্চন পরিবারের একমাত্র পুত্রবধূ, যত্নশীল স্ত্রী এবং একজন দায়ীত্ববান মা। বরাবরই তাঁকে নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের। অভিষেক ঐশ্বর্যের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চনকে খুবই আদরে যত্নে বাড়িয়ে তুলছেন তারা।

মেয়েকে কার্যত চোখে হারান ঐশ্বর্য। তার জন্মের পর কাজও অনেক কমিয়ে দিয়েছেন রাই সুন্দরী। ২০১১ সালে বিয়ের পর চার বছরের মাথায় ঐশ্বর্য এবং অভিষেক বচ্চনের কোল আলো করে তাঁদের জীবনে আসে ফুটফুটে কন্যা সন্তান আরাধ্যা (Aaradhya)। এখন ঐশ্বর্যর গোটা জীবন জুড়েই রয়েছে তার মেয়ে। দিনে দিনে যে নিজেও হয়ে উঠছে ছোট্টো ঐশ্বর্য। দেখে যেকেও বলবে একেবারে মায়ের মুখখানাই যেন কেটে বসানো হয়েছে। বড় হয়ে মা কে টেক্কা দেবে আরাধ্যা এমনটাও কেউ কেউ বলে থাকেন।

aishwarya rai,ardhya bachchan,xerox copy,ঐশ্বর্য রাই,আরাধ্য বচ্চন,জেরক্স কপি

মায়ের মতো প্রায়শই খবরে থাকেন আরাধ্যাও। ছোট থেকেই আরাধ্যার নাচের প্রতি বেশ আগ্রহ। প্রায়শই আরাধ্যার দুর্দান্ত নাচের কিছু ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে সম্প্রতি আরাধ্যার একটি নাচের ভিডিওতে তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

aishwarya rai,ardhya bachchan,xerox copy,ঐশ্বর্য রাই,আরাধ্য বচ্চন,জেরক্স কপি

২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আরাধ্যা স্কুলে একটি নাচ করেছিল যেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অনেকেই এই ভিডিও দেখে আরাধ্যাকে কানাডিয়ান তারকা লিসার সাথে তুলনা করেছে। নেটিজেনদের একাংশের মতে আরাধ্যাকে হুবুহু লিসার মতো দেখতে। সোশ্যাল মিডিয়ায় তারা আরাধ্যা আর লিসার ছবি পাশাপাশি রেখে একটি কোলাজও করেছেন, যেখানে সত্যি সত্যিই আরাধ্যাকে এই তারকার মতো দেখাচ্ছে।

aishwarya rai,ardhya bachchan,xerox copy,ঐশ্বর্য রাই,আরাধ্য বচ্চন,জেরক্স কপি

আরাধ্যা ‘সাতে জাহাসে আচ্ছা’ গানে নেচেছিলেন সেখানেই এই তুলনা টেনেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, কথায় আছে পৃথিবীতে একই রকম দেখতে ৭ জন মানুষ থাকে, তাহলে একথা বলতেই হবে আরাধ্যাকে একেবারে লিসার মতোই দেখতে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥