বলিউডের (Bollywood) ড্রিমগার্ল হেমা মালিনী (Hema Malini) কেবল তার সৌন্দর্যের জোরেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেননি, বরং তাঁর অভিনয় এবং কঠোর পরিশ্রম তাকে এই অবস্থান দিয়েছে। বর্তমানে ৭৩ বছর বয়স হলেও আজও সমান জনপ্রিয় অভিনেত্রী। সুন্দরী এই অভিনেত্রী লক্ষ লক্ষ মানুষের মনে থাকলেও বাস্তবে অভিনেতা ধর্মেন্দ্রকে (Dharmendra) বিয়ে করেছেন। বিয়ের পর থেকে ৪১ বছরেও বেশি সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন তাঁরা।
অভিনয়ের সূত্রে দুজনেই বেশ জনপ্রিয়। ধর্মেন্দ্রর সাথে বহু ছবিতে অভিনয় পর্যন্ত করেছেন হেমা মালিনী। নিজের অভিনয়ের কাজকে দারুন ভালোবাসতেন। তাই কোনো কিছুর জন্যই কাজের সাথে আপোষ করতে রাজি ছিলেন না তিনি। ১৯৮০ সালে ধর্মেন্দ্র-হেমা মালিনীর বিয়ের পরের দিনেই ছিল শুটিংয়ের ডেট। তাই বিয়ের পরের দিনেই ঠিক সময়ে শুটিং ফ্লোরে হাজির হয়ে যান হেমা মালিনী। কিন্তু সেখানে মনোজ কুমার তাঁর একটি ভুলের জন্য তাকে অনেক কথা শুনিয়ে দেন।
সেই সময় অভিনেত্রী একটি নয় বরং ক্রান্তি ও রাজিয়া সুলতান দুটি ছবির শুটিংয়ের জন্য ভীষণ ব্যস্ত ছিলেন। অভিনেত্রী ভেবেছিলেন রাজিয়া সুলতান ছবিটি বেশি হিট হবে। যদিও বাস্তবে তার উল্টোটাই ঘটেছিল। এদিকে মনোজ কুমারকে না জানিয়ে অন্য ছবিতে কাজ করার তিনি কিছুটা ক্ষুদ্ধ ছিলেন।
বিয়ের পরের দিন শুটিংয়ে পৌঁছে হেমা মনোজ কুমারকে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য অনুরোধ করেন। বলেন তাকে দ্বিতীয় ছবির শুটিংয়ের জন্য যেতে হবে। এই শুনেই আরও ক্ষুদ্ধ হয়ে পড়েন অভিনেতা। তিনি জানান এভাবে আরেকটা ছবিতে কাজ করার আগে আমার অনুমতি নেওয়া দরকার ছিল।
এখানেই শেষ নয়! বিয়ের পরের দিন ক্রান্তি ছবির শুটিংয়ে বিধবার পোশাকে শুটিংয় করার জন্য বলা হয়েছিল হেমা মালিনীকে। যে প্রস্তাবে তিনি বিরক্ত হন, কারণ বিয়ের ঠিক পরের দিনই বিধবাদের সাদা শাড়ি পড়তে রাজি ছিলেন না তিনি। শেষমেশ সেদিনের মত শুটিং বাতিল করে দিয়েসিলেন অভিনেত্রী।