• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪০ বছরের সম্পর্ক ছিন্ন করে হেমা মালিনীকে একা করে চলে গেলেন অভিনেত্রীর প্রিয় জন!

হেমা মালিনী,করোনা ভাইরাস,বলিউড,মৃত্যু,মেহেতাজি,hema malini,corona virus,Bollywood

করোনার (Coronavirus) লাগাতার আক্রমণে ত্রাহি ত্রাহি রব দেশ জুড়ে। ইতিমধ্যেই অক্সিজেন (Oxygen Crisis) ও কোভিড-শয্যার (Covid Bed) অভাবে নাকাল রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনরা। এবার নিজের একজন কাছের মানুষকে হারালেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তথা বিধায়ক হেমা মালিনী (Hema Malini) ।

এদিন ট্যুইট বার্তায় একটি দুঃসংবাদ জানান ‘ড্রিম গার্ল’ খ্যাত অভিনেত্রী। করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রয়াত অভিনেত্রীর সেক্রেটারি মিস্টার মেহতা। অভিনেত্রীর গলায় বিষাদের সুর। গত ৪০ বছরের সম্পর্ক ছিন্ন করে প্রয়াত হন তিনি।

ভারাক্রান্ত বুকে অভিনেত্রী লেখেন, “অনেক বেদনা নিয়ে ৪০ বছরের সঙ্গী, আমার সেক্রেটারি মেহেতাজিকে বিদায় জানাচ্ছি। এত পরিশ্রমী মানুষটাকেও কেড়ে নিল করোনা। আমার পরবারেরই একজন ছিলেন তিনি। ওনার জায়গা আর কেউ কখনোই নিতে পারবেনা।”

মেহেতাজীর ছবিও শেয়ার করেন অভিনেত্রী। হেমা কন্যা এষা দেওয়ালও মায়ের সঙ্গে সহমত তিনি লিখেছেন, “ওনাকে মোছা যাবেনা, মেহতা আঙ্কেল আপনাকে মিস করব”। এতদিনের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছেন হেমা। হেমা যখন সাফল্যের শিখরে তখন থেকেই তার ছায়াসঙ্গী ছিলেন মেহেতাজী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥