• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্তর পেরিয়েও অষ্টাদশী! পার্বতী সাজে হেমা মালিনীর নাচ দেখতে উপচে পড়ল ভিড়

Published on:

Hema Malini Dacncing on stage at the age of 74 Video Viral on internet

বলিউডের (Bollywood) একসময়কার সেরা অভিনেত্রীদের (Actress) মধ্যে একজন হলেন হেমা মালিনী (Hema Malini)। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে দর্শকদের বহুবার মুগ্ধ করেছেন তিনি। নিজের রূপ এবং সুন্দর অভিনয়ের জন্য আদায় করেছেন ‘ড্রিম গার্ল’ তকমা। অনেকেই হয়তো জানেন, হেমা একজন দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি খুব সুন্দর একজন নৃত্যশিল্পীও (Dancer)।

বলিউডের ‘ড্রিম গার্ল’এর এখন বয়স হয়েছে। দেখতে দেখতে ৭৪ বছর বয়স হয়ে গিয়েছে তাঁর। কিন্তু এই বয়সেও নাচের প্রতি তাঁর ভালোবাসা কিন্তু একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে তা আরও বেড়েছে। সেই জন্য এখনও মাঝেমধ্যেই স্টেজ শো করতে দেখা যায় হেমাকে। সম্প্রতি যেমন বি টাউনের এই বর্ষীয়ান অভিনেত্রীর একটি ডান্স পারফরম্যান্সের (Dance performance) ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

Hema Malini, Hema Malini Ganga performance, Hema Malini as Maa Ganga

গত ১৮ মার্চ টুইটারে একটি ভিডিও শেয়ার করেন হেমা। সেখানে দেখা যাচ্ছে, মা গঙ্গা সেজেছেন তিনি। সাদা রঙের একটি পোশাকে অপূর্ব দেখাচ্ছিল অভিনেত্রীকে। নিজের ডান্স পারফরম্যান্সের মাধ্যমে প্রত্যেককে মুগ্ধ করে দেন ‘ড্রিম গার্ল’।

Hema Malini, Hema Malini Ganga performance, Hema Malini as Maa Ganga

সম্প্রতি মুম্বইয়ের এনসিপিএ ময়দানে একটি বিশাল অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। গঙ্গা নদীর থিমের ওপর বেসড সেই অনুষ্ঠানে বেলি ডান্স করে দেখান হেমা। ৭৪ বছর বয়সে অভিনেত্রীর এই তুখোড় পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে যান সেখানে উপস্থিত প্রত্যেকে। পাশাপাশি নেটিজেনরাও ভূয়সী তারিফ করেছেন তাঁর।

Hema Malini, Hema Malini Ganga performance, Hema Malini as Maa Ganga

হেমার মেয়ে তথা অভিনেত্রী এষা দেওল টুইটারে অভিনেত্রীর পারফরম্যান্সের বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার মা হেমা মালিনীকে স্টেজে পারফর্ম করতে দেখলাম। এককথায় একেবারে দুর্দান্ত পারফরম্যান্স। দেখতেও যেমন সুন্দর তেমনই আমাদের পরিবেশ ও নদীর খেয়াল রাখার বার্তাও দেওয়া হয়েছে এই পারফরম্যান্সের মাধ্যমে। ওনার পরবর্তী শো দেখতেই হবে। তোমায় খুব ভালোবাসি মা’।


প্রসঙ্গত উল্লেখ্য, ষাটের দশকের শেষ থেকে হেমার কেরিয়ার শুরু হয়। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবিতে অভিনয় করে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে ওঠেন হেমা। যদিও এখন সেভাবে তাঁকে সিনেমায় দেখা যায় না। ‘ড্রিম গার্ল’কে শেষ দেখা গিয়েছিল ‘শিমলা মির্চ’ ছবিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥