• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সালমান খানের বাবা সেলিম খান কে বিয়ে করে নিজেকে অপরাধী মনে হয় হেলেনের! জানুন কারণ

Published on:

ষাট ও সত্তরের দশকে বলিউড সিনেমা দেখার কারণ জিজ্ঞাসা করলে অনেক প্রবীণের মুখে উঠে আসবে একজনেরই নাম, তিনি হলেন হেলেন। মোহময়ী নৃত্যশৈলী ও অত্যন্ত সুন্দরী হওয়ার কারণে তাঁকে দেখে বশ হয়েছিলেন বহু বলি-তারকা, যদিও হেলেন স্বয়ং প্রেমে পড়েন একজন বিবাহিত পুরুষের!

বলিউডের একসময়ের নামকরা তারকা সেলিম খান বিয়ে করেছিলেন সালমা খানকে। তাঁদের চারসন্তান সলমন খান, আরবাজ খান, সোহেল খান ও আলভিরা খানকে নিয়ে তাঁদের সুখী পরিবারে হঠাৎ মেঘ ঘনিয়ে আসে। সেলিমকে বিয়ে করেন হেলেন। যদিও বিয়ের প্রথম থেকেই অপরাধবোধে ভুগতেন। এ নিয়ে বলিমহলে আজও জলঘোলা অব্যাহত।

সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে হেলেন জানিয়েছিলেন তাঁর অভিজ্ঞতার কথা। হেলেনের কথায়, “সেলিম যে বিবাহিত, এই কথাটা মাথায় আসলেই আমার মনে অপরাধবোধ উঁকি দিত। সারা বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে একমাত্র সেলিমই এমন একজন ছিলেন, যিনি আমাকে ব্যবহার করেননি। উল্টে প্রথম থেকে এগিয়ে যাওয়ার প্রশ্রয় দিয়েছেন।” এ বিষয়ে সেলিম খান জানিয়েছিলেন, “আমার ঠিক মনে নেই যে কবে থেকে আমাদের সম্পর্ক শুরু হল। তবে হেলেনের সঙ্গে বেশ দীর্ঘসময় মেশার পরেই আমরা এই সিদ্ধান্ত নিই।” যথারীতি হেলেন ও সেলিমের এই সাক্ষাৎকার বলিগলির পুরনো গসিপকে পুনরায় সামনে এনেছে।

সেলিম ও হেলেনের ‘অবৈধ’ সম্পর্ককে যে স্বাভাবিকভাবেই মেনে নেননি সালমা, সে বিষয়েও জানিয়েছেন সেলিম খান। তাঁর কথায়, “আমাদের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে সালমা বলেছিল, তোমার তো অস্কার পাওয়া উচিত। আমাদের সন্তানসন্ততিরাও প্রাথমিকভাবে আমার দ্বিতীয় বিয়েটাকে মেনে নিতে পারেনি।”

সময়ের সাথে যেভাবে অব ক্ষত সেরে যায়, সেভাবেই খান-পরিবারও সকল বাধাবিঘ্ন অতিক্রম করে উঠেছে বলেই মত বলি-বিশেষজ্ঞদের। সোশ্যাল মিডিয়ায় সলমন খান মাঝেমধ্যেই মা সালমা খান ও সৎমা হেলেনের সাথে ছবি পোস্ট করে থাকেন। যদিও নিন্দুকেরা এসব পোস্ট দেখে কুৎসা করতে ছাড়েন না। তবে কে কি বলল, তাতে যে খান-পরিবারের কিছুই আসে যায় না, তা বলাই বাহুল্য!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥