• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নামমাত্র তেলে সকালের জলখাবার, রইল ১০ মিনিটে হেলদি টেস্টি মুগডালের পরোটা তৈরির রেসিপি

দিনের শুরুতে চা এর পর জলখাবার খেয়েই কাজে বের হন বাড়ির কর্তারা। তাছাড়া ছোটরাও স্কুলে যাওয়র আগে সকালের জলখাবার খায়। কিন্তু মাঝে মধ্যে সকালের জলখাবারে একটু ভিন্ন স্বাদের খাবার খেতে ইচ্ছা করে। বিশেষত বাচ্চাদের খাওয়াদাওয়ার বেশ ঝামেলার। তবে চিন্তা নেই আজ বংট্রেন্ডের পর্দায় ১০ মিনিটে হেলদি টেস্টি মুগডালের পরোটা তৈরির রেসিপি (Healthy tasty Moong Daal Paratha Recipe) নিয়ে হাজির হয়েছি।

দুর্দান্ত স্বাদের এই পরোটা মুগডাল দিয়ে তৈরী হয় আর এর জন্য তেলও লাগে নামমাত্র। ১ চামচের থেকেও কম তেলে এই পরোটা তৈরী করে নেওয়া যায়। তাই সকালের জলখাবারে টেস্টি আর স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে রেসিপি দেখে আজই বাড়িতে বানিয়ে ফেলুন হেলদি টেস্টি মুগডালের পরোটা (Healthy tasty Moong Daal Paratha)।

   

Healthy tasty Moong Daal Paratha Recipe

হেলদি টেস্টি ব্রেকফাস্টের পরোটা তৈরীর জন্য প্রয়োজনীয় উপকরণঃ

  • মুগ ডাল
  • টক দই
  • আদা কুচি
  • কাঁচা লঙ্কা
  • ময়দা
  • গোটা জিরে, কালো সরষে
  • হিং
  • কারিপাতা
  • পরিমাণ মত নুন
  • স্বাদের জন্য সামান্য চিনি
  • রান্নার জন্য সাদা তেল

হেলদি টেস্টি ব্রেকফাস্টের পরোটা তৈরির পদ্ধতিঃ

  • প্রথমে এককাপ মত মুগ ডাল ভালো করে ২-৩বার জল দিয়ে ধুয়ে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে ২ ঘন্টার মত।

Healthy tasty Moong Daal Paratha Recipe

  • এরপর মিক্সিং জারে অর্ধেক মুগ ডাল নিয়ে তার সাথে আদা কুচি, কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে পেস্ট তৈরী করে নিতে হবে।
  • তারপর বাকি মুগডাল টাও মিক্সিতে বেটে নিতে হবে কিন্তু এক্ষেত্রে কাঁচা লঙ্কা বা আদা দিতে লাগবে না। পেস্ট তৈরী করে সবটা একটা পাত্রে নিতে হবে।

tasty Moong Daal Paratha Recipe,Moong Daal Paratha,Moong Daal Paratha Recipe,Breakfast Moong Daal Paratha,Breakfast Recipe,মুগডালের পরোটা,মুগডালের পরোটা রেসিপি,সকালের জলখাবার,ব্রেকফাস্ট রেসিপি

  • মুগডালের পেস্টের মধ্যে প্রথমেই পরিমাণ মত নুন ও সামান্য চিনি  দিয়ে নিতে হবে। তারপর ২ চামচ টক দই আর কাঁচা লঙ্কা কুচি দিতে হবে।
  • এর সাথে ২-৩ চামচ মত ময়দা দিয়ে সবটাকে মিক্স করে সামান্য জল যোগ করে মিক্স করে নিতে হবে ব্যাটারের মত করে।

Healthy tasty Moong Daal Paratha Recipe

  • এদিকে একটা পাত্রে ১ চামচ মত সাদাতেল গরম করে তাতে গোটা জিরে, কালো সরষে, হিং ও কারিপাতা দিয়ে ভেজে নিতে হবে।
  • তেল ফোঁড়ন ভাজা হয়ে গেলে সেটাকে মুগডালের ব্যাটারের মধ্যে দিয়ে সবটা ভালো করে মিক্স করে একটা ঘন ব্যাটার তৈরী করে নিতে হবে। (খেয়াল রাখতে হবে যাতে ব্যাটার খুব পাতলা বা খুব বেশি ঘন না হয়ে যায়)

Healthy tasty Moong Daal Paratha Recipe

  • এবার ফ্রাইং প্যান বা তাওয়াতে গরম করে নামমাত্র তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে নিতে ১ হাতা মত ব্যাটার নিয়ে সেটাকে গোল করে ছড়িয়ে নিয়ে ১-২ মিনিট রান্না করে উল্টে আবারও ১-২ মিনিট ভেজে নিতে হবে।
  • ব্যাস তৈরী হয়ে গেল সকালের জখলবারের জন্য একেবারে নামমাত্র তেলের দুর্দান্ত একটি রেসিপি।
site