বিনোদন জগতের বিশেষ করে ভোজপুরি ইন্ডাস্ট্রির (Vojpuri Industry) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মোনালিসা (Monalisa)। আজকের দিনে তাকে আর আলাদা করে পরিচয় করানোর প্রয়োজন পড়ে না। তবে শুধু ভোজপুরিতেই নয় সেইসাথে তামিল ও ওড়িশার পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রিতেও অত্যন্ত পরিচিত মুখ মোনালিসা।
বিশেষ করে ওটিসি প্লাটফর্ম হইচই -এর ‘দুপুর ঠাকুরপো’ সিরিজের দৌলতে আজও মোনালিসার কথা উঠলেই দরদরিয়ে ঘাম ঝরতে শুরু করে বাংলার অসংখ্য তরুণের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতেই প্রকাশ্যে এসেছে অভিনেত্রী মোনালিসার ভ্যানিটি ভ্যানের অন্দরমহলের বেশ কিছু ছবি। যা অনায়াসেই টেক্কা দেবে যে কোন রাজপ্রাসাদ কে।
এমনিতে অভিনয়ের পাশাপাশি মোনালিসা বরাবরই তার নজরকাড়া সৌন্দর্য এবং হট অবতারের কারণে হামেশাই শিরোনামে থাকেন। বরাবরই সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। আর সম্প্রতি বিলাসবহুল ভ্যানিটি বসে থাকা মোনালিসার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেই সমস্ত ছবিতে একেবারে নো মেক আপ লুকে দেখা গিয়েছে অভিনেত্রী কে।
দেখা যাচ্ছে ভ্যানিটি ভ্যানে বসেই অসাধারণ পোজ দিয়েছেন মোনালিসা। ছবিতে লাল পায়জামার সাথেই সবুজ রঙের টপ পরে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কোনো মেকআপ ছাড়াই খোলা চুলে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর প্রিয় অভিনেত্রীর এই সাদামাটা ছবিই মন ছুঁয়েছে ভক্তদের। ছবিগুলি দারুন পছন্দ হয়েছে ভক্তদের।
ভোজপুরি রানীর সৌন্দর্যের পাশাপাশি নজর কেড়েছে তার ভ্যানিটি ভ্যানটিও। হালকা বাদামী রঙে এর ভ্যানিটি ভ্যানটি কোনো প্রাসাদের চেয়ে কম নয়। এদিন সেখানে শুয়ে বসে নানা পোজে ছবি দিয়েছেন মোনালিসা। মোনালিসার কেরিয়ারের কথা বলতে গেলে, আজকাল অভিনেত্রীকে তার স্বামী বিক্রান্ত সিং রাজপুতের সাথে স্টার প্লাসের নতুন রিয়েলিটি শো ‘স্মার্ট জোডি’-তে দেখা যাচ্ছে। আসলে দীর্ঘদিন পর স্বামীর সঙ্গে টিভিতে দেখা যাবে মোনালিসাকে।