• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৃষ্ণপ্রেমে মাতোয়ারা বজরঙ্গি ভাইজানের মুন্নি! জন্মাষ্টমীতে হার্ষালির নাচের ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া

Updated on:

Bajrangi Bhaijaan Munni actress Harshali Malhotra Dance on janmastami wins heart

২০১৫ সালে মুক্তি পেয়েছিল সলমন খান, করিনা কাপুর খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘বজরঙ্গী ভাইজান’ (Bajrangi Bhaijaan)। বজরঙ্গী এবং ছোট্ট মুন্নির (Munni) কাহিনী দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। এখনও সেই সিনেমার কাহিনী দর্শকমনে গেঁথে রয়েছে।

‘বজরঙ্গী ভাইজান’এ সলমন, করিনার কথা বাদ দিলে আর যে শিল্পীর অভিনয় সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল, তিনি হলেন ছোট্ট মুন্নির চরিত্রে অভিনয় করা হর্ষালি মলহোত্রা (Harshaali Malhotra)। সারা সিনেমায় কথা না বললেও, কেবলমাত্র নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছিলেন তিনি।

Bajrangi bhaijaan

সলমনের ছবিতে অভিনয় করে হর্ষালি রাতারাতি দেশের স্টার হয়ে গিয়েছিলেন। এখনও তাঁকে সেই চরিত্রের জন্যই মনে করেন দর্শকরা। তবে এখন অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন হর্ষালি। পড়াশোনা এবং নাচ নিয়েই সময় কাটাচ্ছেন তিনি।

Harshaali Malhotra

সম্প্রতি জন্মাষ্টমীর বিশেষ দিনে নিজের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘বজরঙ্গী ভাইজান’এর সেই ছোট্ট মুন্নি। যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। মুহূর্তের মধ্যে তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

Harshaali Malhotra

হর্ষালি সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী, হে নাথা নারায়ণ বাসুদেবঃ। সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি’। সেই ভিডিওয় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী গানেই নাচ করতে দেখা যাচ্ছে হর্ষালি। সঙ্গে সঙ্গে সেখানে কমেন্ট করে ভরিয়ে দিতে থাকেন নেটিজেনরা।

পর্দার মুন্নির সেই ভিডিওয় কমেন্ট করে একজন নেটিজেন লিখেছেন, ‘সুন্দর মুন্নি’। আর একজন আবার লিখেছেন, ‘হর্ষালি জি আপনি একদিন অনেক সাফল্য পাবেন। আপনার মধ্যে অনেক প্রতিভা রয়েছে। আপনার আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি’।

হর্ষালির কাজের দিক থেকে বলা হলে, ‘বজরঙ্গী ভাইজান’ ছাড়াও অভিনেত্রীকে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুরভি জ্যোতির সঙ্গে ‘কবুল হ্যায়’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। তবে এখন অভিনয় থেকে দূরে সরে গিয়ে নিজের পড়াশোনার ওপর মনোনিবেশ করেছেন অভিনেত্রী। তবে ‘বজরঙ্গী ভাইজান ২’এর সঙ্গে হর্ষালি ফের বড় পর্দায় কামব্যাক করেন কিনা এবার সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥