• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌন্দর্যে বিশ্ব মাতিয়ে গর্বিত করেছেন দেশকে, হারনাজ-সুস্মিতা রইল ৭ বিশ্বসুন্দরীদের এখনের ছবি

Published on:

Then and now look of indian winners of world beauty contests

সম্প্রতি বলিউড ডেবিউ হয়েছে ‘মিস ওয়ার্ল্ড’ (Miss World) মানুষী চিল্লারের। অক্ষয় কুমারের বিপরীতে ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তিনিই প্রথম নন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা বিশ্ব সুন্দরীর খেতাব জিতে দেশকে গর্বিত করেছেন। সেই তালিকায় নাম রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে সুস্মিতা সেনের মতো নামী অভিনেত্রীদের। আজ এমনই ৭ জন ভারতীয় বিশ্ব সুন্দরীর ব্যাপারে একটু জেনে নেওয়া যাক, যারা বিশ্ব মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করার পর নিজেদের সম্পূর্ণ বদলে ফেলেছেন।

হরনাজ কউর সান্ধু (Harnaaz Kaur Sandhu)- ২০২১ সালে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছেন হরনাজ কউর সান্ধু। সেই সঙ্গেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন তিনি। শুধুমাত্র ভারতেই নয়, সারা বিশ্ব জুড়ে হরনাজ এখন একজন পরিচিত ব্যক্তিত্ব। তবে খেতাব জেতার মাত্র ৩ মাসের মধ্যেই তিনি বেশ মোটা হয়ে যান। যা দেখে অনুরাগীরা বেশহ অবাক হয়েছিলেন।

Harnaaz Kaur Sandhu then and now look

সুস্মিতা সেন (Sushmita Sen)- ১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে বঙ্গ তনয়া সুস্মিতা ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতে বিশ্ব মঞ্চে ভারতের না উজ্জ্বল করেছিলেন। এরপর তিনি বলিউডে পা রাখেন। অনুরাগীদের মতে, মডেল-অভিনেত্রী সুস্মিতার বয়সের সঙ্গেই রূপও যেন বৃদ্ধি পাচ্ছে। এখনও তাঁর দিক থেকে চোখ ফেরানো দায়।

Sushmita Sen then and now

লারা দত্ত (Lara Dutta)- ২০০০ সালে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছিলেন লারা দত্ত। কিন্তু খেতাব জেতার পর তাঁর ওজন কিছুটা বেড়ে গিয়েছিল। কিন্তু লারা তৎক্ষণাৎ শরীরচর্চা এবং ওজন নিয়ন্ত্রণ শুরু করেন। এখন তো তাঁর রূপের দ্যুতি আগের চেয়েও অনেকগুণ বেড়ে গিয়েছে।

Lara Dutta then and now look

ঐশ্বর্য রায় বচ্চন (Aishwarya Rai Bachchan)- ১৯৯৪ সালেই ঐশ্বর্য রায় বচ্চন ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন। এই খেতাব জেতার পর অ্যাশও বলিউডে পা রাখেন এবং অভিনয় দুনিয়াতেও সাফল্যের শীর্ষে পৌঁছন। সময়ের সঙ্গেই কয়েকগুণ বেড়েছে ঐশ্বর্যের রূপ। তাঁকে এখনও বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী বলে থাকেন অনুরাগীদের একাংশ।

Aishwarya Rai Bachchan then and now look

তনুশ্রী দত্ত (Tanushree Dutta)- ২০০৪ সালে তনুশ্রী ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স’ খেতাব জিতেছিলেন। সেই সঙ্গেই সারা বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এই খেতাব জেতার কয়েক মাসের মধ্যেই তনুশ্রীর ওজন বেশ বেড়ে গিয়েছিল। কিন্তু এই বলিউড অভিনেত্রী ১৮ মাসের মধ্যে নিজের ১৮ কেজি ওজন কমিয়ে ফেলেন। তাঁর ট্রান্সফরমেশন লুক দেখে ভক্তরা বেশ চমকে গিয়েছিলেন।

Tanushree Dutta then and now look

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মাত্র ১৮ বছর বয়সে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন। এরপর তিনি বলিউডে পা রাখেন। সেখান থেকে হলিউডে পৌঁছন ‘দেশি গার্ল’। ভারতের এই জনপ্রিয় অভিনেত্রী এখন আন্তর্জাতিক তারকা হয়ে গিয়েছেন। সেই সঙ্গেই বেড়েছে তাঁর রূপের দ্যুতি।

Priyanka Chopra then and now look

দিয়া মির্জা (Dia Mirza)- ২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে ‘মিস এশিয়া প্যাসিফিক’ খেতাব জিতেছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এখন তাঁর বয়স ৪০। কিন্তু দিয়ার রূপ, গ্ল্যামার যেন আগের থেকে বেশ কয়েকগুণ বেড়ে গিয়েছে।

Dia Mirza then and now look

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥