• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘জয় বাবা ফেলুনাথ’ই তার প্রথম এবং শেষ ছবি! চলে গেলেন হারাধন বন্দোপাধ্যায়ের স্ত্রী পরিণীতা

haradhan banerjee parineeta banerjee

মঙ্গলবার রাত্রেই প্রয়াত হয়েছিলেন ভারতীয় সঙ্গীতের অমূল্য রত্ন কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar kunnath) ওরফে কেকে৷ এই ঘটনা নিয়ে বিস্তর খবরা খবর হয়ে গত ২ দিন ব্যাপী। কিন্তু অনেকেই হয়ত জানেন না, যে সেদিনই সকালে আমরা হারিয়েছি আরও এক বিশেষ মানুষকে। মঙ্গলবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন অভিনেতা হারাধন বন্দ‍্যোপাধ‍্যায়ের (Haradhan Bandopadhyay) স্ত্রী পরিণীতা বন্দ‍্যোপাধ‍্যায় (Parineeta Bandopadhyay)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর, বেশ কিছুদিন যাবতই অসুস্থ ছিলেন তিনি। সেদিন সংবাদ মাধ্যমকে এই দুঃসংবাদ জানান হারাধন বন্দোপাধ্যায় এবং পরিণীতা বন্দোপাধ্যায়ের ছেলে, কৌশিক ব্যানার্জি। প্রায় এক দশক আগেই স্বামীহারা হয়েছিলেন পরিণীতা দেবি। (মঙ্গলবার) সকাল ১০টা নাগাদ মৃত্যু হয় পরিণীতা দেবীর, এমনটাই জানান কৌশিক।

haradhan banerjee parineeta banerjee

অশীতিপর পরিণীতা দেবী দীর্ঘদিনই ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। মৃত্যুর কয়েক দিন আগেই ফুঁসফুঁসে সংক্রমণ দেখা যায়, তরিঘরি তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি৷ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িও ফিরেছিলেন তিনি, কিন্তু বাড়িতে আর থাকা হয়নি তার।

বাড়ি ফেরবার কয়েকঘন্টার মধ্যেই প্রয়াত হন হারাধন পত্নী, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যান তিনি। স্বামী তাবড় অভিনেতা হলেও, তাকে সেভাবে কখনওই আমরা রূপোলী পর্দায় পাইনি। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে স্বামী হারানাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন পরিণীতা দেবী, প্রশংসাও পেয়েছিল তার অভিনয়। কিন্তু তারপর আর কস্মিনকালেও ক্যামেরার মুখোমুখি হননি তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥