টলিউডের অভিনেতা টোটা রায়চৌধুরী (tota roychowdhury)। সিনেমার থেকে শুরু করে সিরিয়াল সর্বত্রই নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছেন অভিনেতা। বর্তমানে তাকে শ্রীময়ী সিরিয়ালে (sreemoyee serial) দেখা যায় রোহিত সেনের চরিত্রে। আর সিরিয়ালের রোহিত সেনের চরিত্রে অভিনয় করে অভিনেতার জনপ্রিয়তা একেবারে গগনচুম্বী। আজ বিখ্যাত এই বাঙালি অভিনেতার জন্মদিন। কিন্তু কত বয়স হল অভিনেতার? এই প্রশ্নের উত্তরে হয়তো চমকে উঠতে পারেন আপনিও!
সিরিয়ালের পর্দায় যাকে দেখে রীতিমত ক্রাশ খেতে শুরু করেন মহিলারা সেই টোটা রায়চৌধুরী ৪৫ এ পা দিলেন। কি বিশ্বাস হল না তো? আসলে অনেকেই বিশ্বাস করতে পারেন না যে চল্লিশ পেরিয়ে গিয়েছেন অভিনেতা। জীবনের ৪৪ বসন্ত পেরিয়েও নিজেকে একেবারে ফিট রেখেছেন অভিনেতা। যে কারণেই এই বয়সেও যেকোনো মহিলার কাছে একপ্রকার আকর্ষণীয় টোটা রায়চৌধুরী।
নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। না রঙিন হাসিমুখের ছবি নয়, সাদাকালোয় তোলা একটি ছবিই বেছে নিয়েছেন এই দিনটির জন্য। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ আরো একটা বছর যুক্ত হল আমার জীবনে। আরো ১২ মাস নিজেকে আরো ভালো করে তোলার জন্য। ৫২টা সপ্তাহ আমি যেটা ভালোবাসি সেটা করার জন্য। ৩৬৫ টা দিন কঠোর পরিশ্রমের সাথে আপনাদের ভালোবাসার যোগ্য হতে’।
জন্মদিনে অভিনেতার এই পোস্ট ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। সাথে মিলেছে হাজারো শুভেচ্ছা বার্তা। যতই হোক বাঙালি অভিনেতাদের মধ্যে তিনিও এক সত্যিই প্রতিভাবান অভিনেতা। সিরিয়ালের রোহিত সেন হোক বা ফেলুদার চরিত্র যে কোনো চরিত্রই বেশ দক্ষতার সাথে ফুটিয়ে তুলতে পারেন তিনি।
সম্প্রতি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য গার্ল ও দ্য ট্রেন (the girl on the train)’এ অভিনয় করেছেন তিনি। এছাড়াও ‘আজীব দাস্তান (ajeeb daastaans)’ নামের ওয়েব সিরিজেও শীঘ্রই দেখা যাবে তাকে। অর্থাৎ বুঝতেই পারছেন অভিনয়ের দিকে কিন্তু কোনো অংশেই কম যান না টোটা রায়চৌধুরী। বাংলা থেকে হিন্দি কন্নড ভাষায় অভিনয় করেছেন আর প্রতিবারই দর্শকদের প্রশংসা পেয়েছেন। অভিনেতার জন্মদিনে বংট্রেন্ডের পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা।