• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মন্দিরে ঢুকে হনুমানের পূজা করছে স্বয়ং হনুমান! নিমেষে ভাইরাল ভিডিও

Published on:

সোশ্যাল মিডিয়ার দৌলতে কত কী যে চোখে পড়ে! একেকটা কান্ড দেখলে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই কিছু কান্ড দেখে চোখ কপালে তোলার জোগাড় হয়। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল এক ভিডিও দেখে তাজ্জব বনে যাবেন আপনিও।

মানুষ ভক্তির জন্য যে কত কী করে তা আমরা সকলেই জানি। কিন্তু ভক্তি কি শুধু মানুষেরই থাকে? একেবারেই তা নয় জীব জন্তুদের মধ্যেও থাকে ভক্তি। কুকুর যেমন তার প্রভুর জন্য সবকিছু করতে পারে, ভালোবাসা পেলে বাঘ ও যেমন পোষ মানে। তেমনই ভগবানকে ভক্তি করে হনুমানও হনুমান জি-র পুজো করতে পারে। আজ্ঞে হ্যাঁ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে মন্দিরে ঢুকে ভগবান হনুমানের পুজো করছে এক হনুমান।

ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই কয়েক মিলিয়ন লাইক পেয়েছে। অসংখ্য শেয়ারে দিকে দিকে পৌঁছে গেছে এই অবাক কান্ড। হনুমান মন্দিরে পুজো করছে স্বয়ং হনুমানই। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, কোনো এক হনুমান মন্দিরে পুজো করছিলেন এক পুরোহিত, কোথা থেকে সেইখানেই হাজির হল এক গেছো হনুমান, পুরোহিতের মাথায় চেপে কখনও সে শুনছে মন্ত্র, কখনওবা হাতজোড় করে নিজেই করছে পুজো।

বলা হয় হনুমান মানুষের মতই বুদ্ধিমান, এমনকি একমাত্র হনুমানই রামায়ণের সেই চরিত্র যে অমরত্ব লাভ করেছিল। আর তাই আজও হনুমান কিন্তু আছেন। যখনই মানুষের জীবনে বিপদ নেমে এসেছে, হনুমানকে স্মরণ করলে তিনি সাহায্য করতে এগিয়ে এসেছেন। সেই হনুমানই যখন স্বয়ং নেমে এসে ধরাধামে তখন তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥