• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওয়েব সিরিজে মহাত্মা গান্ধী! মুখ্য চরিত্রে কে? ‘Scam 1992’র পর বড় চমক দিতে চলেছেন হনসল মেহতা

হর্ষদ মেহতার জীবনীর ওপর তৈরি ‘স্ক্যাম ১৯৯২’ ওয়েব সিরিজটির কথা এখনও দর্শকদের মনে রয়েছে নিশ্চই। হনসল মেহতা (Hansal Mehta) পরিচালিত সেই সিরিজের মাধ্যমেই রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন প্রতীক গান্ধী (Pratik Gandhi)। এবার ফের একসঙ্গে জুটি বাঁধলেন হনসল এবং প্রতীক। নতুন একটি সিরিজ আনতে চলেছেন তাঁরা। ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত জুটি এবার মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) গল্প বলবে।

‘বাপু’র জীবনের গল্প বলতে নতুন সিরিজ নিয়ে আসছেন তাঁরা। নামী হিস্টোরিয়ান রামচন্দ্র গুহর লেখার ওপর ভিত্তি করে এই সিরিজ তৈরি করা হবে। তাঁর লেখা দুই বই, ‘গান্ধী বিফোর ইন্ডিয়া’ এবং ‘গান্ধী- দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড’এর ওপর ভিত্তি করে তৈরি হবে হনসলের এই সিরিজ।

   

Hansal Mehta and Pratik Gandhi

তবে শুধুমাত্র হনসল এবং প্রতীকই নন, ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত প্রযোজনা সংস্থাই এই সিরিজটির প্রযোজনা করছে। জানানো হয়েছে, গ্লোবাল অডিয়েন্সের কথা মাথায় রেখে বানানো হবে এই সিরিজটি। পাশাপাশি ভারতের সঙ্গেই বিদেশেও হবে সিরিজটির শ্যুটিং।

মহাত্মা গান্ধীর ওপর ভিত্তি করে তৈরি হতে চলা এই সিরিজের বিষয়ে পরিচালক হনসল বলেন, ‘যখন আপনি মহাত্মা গান্ধীর মতো ঐতিহাসিক এবং কিংবদন্তি চরিত্রের বিষয়ে কথা বলেন, তখন পরিচালক হিসেবে দায়িত্ব অনেকটা বেড়ে যায়। আমাদের ইচ্ছা হল, রামচন্দ্র গুহর কাজের মাধ্যমে এই সিরিজটিকে যতটা সম্ভব আসল করে তোলা। আমরা নিশ্চিত এই সিরিজে দর্শক যা দেখবেন তাঁরা তা চিরকাল মনে রাখবেন’।

Hansal Mehta and Pratik Gandhi to work together in Mahatma Gandhi web series

৫৪ বছর বয়সি হনসল মেহতা এমন একজন পরিচালক যিনি বহু সুপারহিট সিনেমা পরিচালনা করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ‘শহীদ’, ‘সিটিলাইটস’, ‘আলিগড়’এর মতো সিনেমা রয়েছে। পাশাপাশি ‘স্ক্যাম ১৯৯২’সহ বেশ কয়েকটি সিরিজ পরিচালনা করেছেন তিনি।

অপরদিকে প্রতীক গান্ধী ওটিটির দুনিয়ার অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন। ‘স্ক্যাম ১৯৯২’ ওয়েব সিরিজ  বেশ কয়েকটি সুপারহিট সিরিজ এবং সিনেমায় অভিনয় করেছেন তিনি। উল্লেখ্য, হিন্দির পাশাপাশি গুজরাটি ইন্ডাস্ট্রিতেও কাজ করেন প্রতীক।