• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রুক্ষ শুস্ক চুলকে দিন নতুন জীবন! সিল্কি নরম চুল পেতে বাড়িতেই বানান এই ৪টি হেয়ার প্যাক

Updated on:

Hair Mask for Silky smooth hair

কথায় আছে মহিলাদের লম্বা ঘন চুল সৌন্দর্য আরও বেশ কয়েকগুন বাড়িয়ে তোলে। প্রত্যেকটি মহিলাই চায় যে তার চুল লম্বা আর ঘন (Long and thick Hair) হোক। কিন্তু আজকালকার দিনে লম্বা আর ঘন চুল অনেকের কাছেই স্বপ্ন। কারণ, চুলের হাজারো সমস্যার (Hair Problems) সম্মুখীন হতে হয় মহিলা থেকে শুরু করে পুরুষ সকলকেই। চারিদিকে দূষণের মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে যার ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে চুলের।

বিজ্ঞানের উন্নতির ফলে বেশ কিছু কেমিক্যাল পদ্ধতিতে চুলের সমস্যার সমাধান হচ্ছে ঠিকই, তবে সেটা বেশ খরচ সাপেক্ষ। তাছাড়া সকলের পক্ষে এই দামি চুলের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা সম্ভব নয়। অথচ পুরোনো দিনে ঠাকুমা দিদিমাদের এতশট ওষুধ ছাড়াই দিব্যি চুল থাকতো ঘন আর লম্বা। তাই আজ বংট্রেন্ডের পেজে জানাতে চলেছি এমন কিছু ঘরোয়া হেয়ার প্যাক (Hair Pack) তৈরী কথা যা আপনাদের চুলের যত্ন নিতে অনেক সাহায্য করবে।

ডিমের হেয়ার মাস্কঃ 

Dandruff Problem Home Remedy খুশকি সমস্যা প্রতিকার Egg Yolk

ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আর এই ডিমের সাহায্যে চুলের যত্ন নেওয়া যেতে পারে দারুণ ভাবে। কিভাবে ডিম দিয়ে বানাবেন হেয়ার মাস্ক জেনে নিন।

  • প্রথমে একটি পাত্রে ডিম নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
  • এরপর তাতে দু এক ফোটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে হবে।
  • এরপর এই মিশ্রণটিকে চুলে ভালো করে মেখে ২৫-৩০ মিনিট রাখতে হবে।
  • শেষে শ্যাম্পু করে ধুয়ে নিন, সম্ভব হলে হার্বাল শ্যাম্পুর ব্যবহার করুন।

কলা দিয়ে হেয়ার মাস্কঃ 

Hair Mask for Silky smooth hair,Hair Care,Lifestyle,Beauty Tips,চুলের যত্ন,লাইফস্টাইল,Hair Mask,চুলের মাস্ক

ডিমের মত কলার মধ্যেই অনেকটা পরিমাণ প্রোটিন থাকে। যেটা চুলের যত্নে দারুন উপকারী। মূলত পাকা কলা দিয়েই এই হেয়ার মাস্ক তৈরী করতে হয়।

  • প্রথমে একটি বাটিতে পাকা কলা নিয়ে সেটাকে ভালো করে চটকে নিতে হবে।
  • এরপর চটকানো কলার মধ্যে মধু, সামান্য গ্লিসারিন আর নারকেল তেল মিশিয়ে নিতে হবে।
  • এই মিশ্রণটিকে চুলে ভালো করে মেখে ৪০-৪৫ মিনিট রাখতে হবে।
  • এরপর  শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলতে হবে।

অলিভ অয়েল আর বেসনের হেয়ার মাস্কঃ 

Olive Oil

বেসন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটা আমরা সকলেই জানি। তবে ত্বকের পাশাপাশি চুলের যত্নেও বেসন ব্যবহার করা যেতেই পারে। এর জন্য দরকার বেসন আর অলিভ অয়েল।

  • প্রথমে একটা পাত্রে ৩ চামচ মত বেসন নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে জল মিশিয়ে।
  • এবার এর মধ্যে ১ চামচ অলিভ অয়েল আর ১-২ চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • মিশ্রণটিকে এরপর চুলে মেখে ২৫-৩০ মিনিট অপেক্ষা করতে হবে। শেষে শ্যাম্পু করে ধুয়ে  ফেলতে হবে।

অ্যালোভেরা হেয়ার মাস্কঃ 

Dandruff Problem Home Remedy খুশকি সমস্যা প্রতিকার Aloevera

অ্যালোভেরা সম্পর্কে আলাদা করে বলার  কিছুই নেই। এটি এমন একটি নিজেই যা ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্ন ও আরো অনেক কাজেই ব্যবহৃত হয়ে। এর মধ্যে  থাকা রস চুলের রুক্ষতা দূর করে চুলকে আরো মজবুত ও পাশাপাশি নরম করে তোলে।

  • অ্যালোভেরা পাতার রস একটি পাত্রে নিয়ে তাতে আমলকির রস মিশিয়ে নিতে হবে।
  • এরপর সেটাকে চুলে ভালো করে মাখিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে।
  •   শুকিয়ে গেলে ভালো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিলেই  ১ মাসের মধ্যে পার্থক্যই বুঝতে পারবেন।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥