• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক সপ্তাহে বন্ধ হবে চুল পড়া, মাথায় একটা পেঁয়াজ মেখেই পান কোমর অবধি লম্বা চুল!

Hair care tips use onion juice for to get long hair at home: ঘন কালো লম্বা চুল (Long Hair) অনেক মেয়েই চায়। তবে সেই স্বপ্ন সবার পূরণ হয় না। দূষণ, স্ট্রেস সহ নানান কারণে চুল পড়া, খুসকি সহ একাধিক সমস্যা (Hair Problem) দেখা দেয়। এই সমস্যাগুলি দূর করতে অনেকেই আস্থা রাখেন পার্লারের ওপর। মোটা টাকা খরচ করে নানান রকম ট্রিটমেন্ট করান। তবে অনেকেই জানেন না, স্রেফ একটা পেঁয়াজ (Onion) মেখেই দূর হতে পারে চুলের যাবতীয় সমস্যা।

বেশিরভাগ আমিষ রান্নার অত্যন্ত জরুরি একটি উপকরণ হল পেঁয়াজ। এই সবজি ছাড়া মাছ, মাংস, ডিম রান্না করা যেন কল্পনারও অতীত। তবে শুনলে হয়তো অবাক হবেন, রান্না করা ছাড়া চুলের যত্নেও কিন্তু পেঁয়াজ ব্যবহার করা যায়। আজকের প্রতিবেদনে পেঁয়াজ ব্যবহারেরই কয়েকটি পদ্ধতি তুলে ধরা হল।

   

Onion, Onion juice for hair

পেঁয়াজের রস (Onion Juice)- অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ পেঁয়াজের রস মাখলে অকালে চুল পাকা রোধ হয়। এছাড়া এতে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে সেই জন্য স্ক্যাল্পের ইনফেকশন থাকলে সেটাও কমায়। খুসকি দূর করতেও পেঁয়াজ সিদ্ধহস্ত। এছাড়া চুলের বৃদ্ধিতেও এটা কাজে আসে। এক্ষেত্রে একটি পেঁয়াজের রস করে নিন। এরপর তুলোর বল দিয়ে স্ক্যাল্পে ভালো করে লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

Onion juice, Onion juice for hair

পেঁয়াজের রস এবং নারকেল তেল (Onion Juice and Coconut Oil)- রুক্ষ চুলে প্রাণ ফেরাতে নারকেল তেল এবং পেঁয়াজের রস মিশিয়ে লাগান। এক্ষেত্রে সম পরিমাণ পেঁয়াজের রস এবং নারকেল তেল মেশান। মাথায় খুসকি থাকলে ৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিন।

Onion and coconut oil, Onion juice for hair

আদা পেঁয়াজের রস (Onion and Ginger)- চুল পড়ার সমস্যা থাকলে আদা এবং পেঁয়াজের রস মিশিয়ে তা স্ক্যাল্পে মাখুন। আদা-পেঁয়াজের এই রস মাথায় সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে। ফলে চুল পড়ার সমস্যা কমবে।

Onion and garlic, Onion juice for hair

পেঁয়াজ-রসুন (Onion and Garlic)- মাথায় নতুন চুল গজাতেও পেঁয়াজ ভীষণ কাজে আসে। এক্ষেত্রে আপনার লাগবে পেঁয়াজ, রসুন এবং অলিভ অয়েল। এই তিনটি উপাদানের গুণেই দেখবেন আপনার মাথায় নতুন চুল গজাবে।

Onion and ginger, Onion juice for hair

পেঁয়াজ এবং লেবুর রস (Onion and Lemon Juice)- খুসকির সমস্যা আমাদের অনেকেরই থাকে। এই সমস্যা দূর করতে আপনি পেঁয়াজ এবং লেবুর রস মিশিয়ে মাখতে পারেন। এই রস মাখলে একদিকে যেমন আপনার খুসকি দূর হবে, তেমনই আবার চুল পড়ার সমস্যাও কমবে।