সারা বছর এই একটি দিনের দিকে তাকিয়েই বসে থাকেন যুগলরা। ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day) মানেই তাই প্রেমিক-প্রেমিকাদের হাসিমুখ আর সঙ্গে লাল টুকটুকে একটি গোলাপ। কিন্তু প্রেম দিবস মানে কি সত্যিই স্রেফ আনন্দ? না এমনটা মোটেই নয়। যারা সিঙ্গেল (Single), কিংবা প্রেম জোটেনি, অথবা প্রেম ভেঙে গিয়েছে- তাঁদের কাছে এই দিনটির থেকে খারাপ দিন হয়তো আর নেই।
কিছু কিছু সিঙ্গেল মানুষের ভ্যালেনটাইনস ডে’তে কিছু যায় আসে না। তবে অনেকেই এমন আছেন যাদের কাছে প্রেম দিবস হল ভয়ংকর বিষাদের। তবে এবার সেই বিষাদ, একাকীত্ব থেকে মুক্তির পথ বের করে ফেললেন গুরগাঁওয়ের এক যুবক। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? শাকুল গুপ্তা (Shakul Gupta) নামের সেই তরুণ প্রেম দিবসে নিজেকে ‘বয়ফ্রেন্ড’ হিসেবে ভাড়া (Boyfriend on rent) দিচ্ছেন।
হ্যাঁ, ঠিকই দেখছেন। আসল নেই তো কী হয়েছে! এই বছর প্রেম দিবসে আপনি ‘ভাড়ার বয়ফ্রেন্ড’এর সঙ্গে সময় কাটাতেই পারেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘বয়ফ্রেন্ড অন রেন্ট’ অর্থাৎ ‘ভাড়া বয়ফ্রেন্ড’ হিসেবে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গেই জানিয়েছেন, যারা সিঙ্গেল তাঁদের সঙ্গী হওয়ার জন্য তৈরি তিনি।
এই পোস্টের সঙ্গে গুরগাঁওয়ের সেই তরুণ নিশ্চিত করেছেন, অর্থ উপার্জন কিংবা যৌনতার উদ্দেশে তিনি মোটেই নিজেকে বয়ফ্রেন্ড হিসেবে ভাড়া দিচ্ছেন না। বরং কিছু মানুষের মুখে ভ্যালেন্টাইনস ডে’তে হাসি ফোটানোর জন্যই এই কাজ করছেন তিনি।
ইনস্টাগ্রামে ‘বয়ফ্রেন্ড অন রেন্ট’ প্ল্যাকার্ড হাতে নিজের একটি ছবি শেয়ার করে শাকুল লিখেছেন, ‘আপকি কি একাকীত্বের শিকার? তাহলে আপনার একজন সঙ্গী দরকার। আমায় ভাড়া করতে একটুও দ্বিধাবোধ করবেন না। আমি আপনাকে বেশ কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে পারি’। শাকুল জানিয়েছেন, ২০১৮ সাল থেকে নিজেকে ‘ভাড়া’ দিচ্ছেন তিনি। এখনও অবধি প্রায় ৫০ জন মহিলার বয়ফ্রেন্ড হয়েছেন তিনি। পাশাপাশি এই কাজের সূত্রপাতের কারণও জানিয়েছেন শাকুল।
গুরগাঁওয়ের এই যুবকের কথায়, একবার ভ্যালেন্টাইনস ডে’র দিন তিনি একা ছিলেন। চারপাশে ছিল অসংখ্য যুগল। প্রত্যেকে একে অপরকে ভালোবাসার কথা বলছিলেন। সেই দৃশ্য দেখে প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল শাকুলের। তখনই ঠিক করেন, তাঁর মতো যারা একা রয়েছেন তাঁদের সঙ্গী হবেন তিনি। তারপর থেকেই ‘ভাড়ার বয়ফ্রেন্ড’ হচ্ছেন। অনেকে তাঁর থেকে পারিশ্রমিকও জানতে চান। উত্তর শাকুল বলেন, আপনার হাসিমুখটাই আমার পারিশ্রমিক।