কথায় আছে কপাল খারাপ থাকলে হাজার চেষ্টা করলেও লাভের কিছুই হয় না। এদিন এক গুরুগ্রামের এক ঘটনা এই কথাই যেন আবার স্মরণ করিয়ে দিল। আজ বিকেল বেলার দিকে হরিয়ানার গুরুগ্রামে চলছিল বজ্রপাত সহ বৃষ্টিপাত। আর বিকাল ৪.৩০ নাগাদ বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় নেওয়া কিছু মানুষের ওপরেই হয় বজ্রাঘাত (Lightning Strike)। গোটা ঘটনাটি সিসিটিভিতে (CCTV) রেকর্ড হয়েছে। এই ঘটনার ভিডিওটি বর্তমানে ভাইরাল (Viral Video) হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
যেমনটা জানা যাচ্ছে হরিয়ানার গুরুগ্রামের ভাটিকা ইন্ডিয়া সিগনেচার ভিলার (Vatika India Signature Villa, Gurugram)। এদিন বিকেল থেকেই হালকা বৃষ্টিপাত চলছিল, আর বৃষ্টির মধ্যে ভাটিকার সিগনেচার ভিলার ৪ জন কর্মচারীরা কাজ করছিলেন। সেই সময় বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি গাছের নিচে দাঁড়িয়ে পড়েন ৪ ব্যক্তি। কিন্তু সেখানেই ঘটে গেল বিপদ। হটাৎই বজ্রাঘাত হল সেই গাছে যার তলায় আশ্রয় নিয়েছিলেন ৪ জন কর্মচারী।
সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে বাজে পড়ার পরেই একে একে মাটিতে লুড়িয়ে পড়েন চারজন। এরপর ওই চার ব্যক্তিকেই গুরুতর জখম অবস্থায় ভর্তি করা যায় নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে। যেমনটা জানা যাচ্ছে ওই চার ব্যক্তির নাম হল শিব দত্ত (৪৩), লালি (৩২) অনিল কুমার (৩২) ও রাম প্রসাদ (৩৮)। চারজনকে হাসপাতালে ভর্তিকরা হলে প্রাথমিক ভাবে চারজনই বেঁচে থাকলেও র্যাম প্রাসাদের অবস্থা খুবই সঙ্কটজনক ছিল।
হাসপাতালে যাবার কিছুক্ষনপর মৃত্যু হয় রাম প্রাসাদের। ভাটিকা ইন্ডিয়া সিগনেচার ভিলার ম্যানেজার অফ অপারেশন শক্তি সিং চৌহানের এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেন বিকালে এই ঘটনাটি সিসিটিভিতে দেখার পড়ি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া টোল পাঠাই, এরপর আহতদের মানেশরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাম প্রাসাদের মৃত্যু হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার কথা স্থানীয় থানায় জানানো হয়েছে ও পুলিশ তদন্ত করছে।
রোমহর্ষক এই দুর্ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে আসার পর থেকেই বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে গাছের নিচে চার ব্যক্তি দাঁড়িয়ে থাকাকালীন হটাৎই বজ্রপাত হয় ও একে একে চারজনই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
गुरुग्राम के सेक्टर 82 में शाम पौने 5 बजे वाटिका के सिग्नेचर विला में आसमानी बिजली गिर गई. वहां काम करने वाले 4 माली इसकी चपेट में आ गए. हल्की बारिश की वजह से वे पेड़ के नीचे खड़े थे. यह घटना एक CCTV कैमरे में कैद हो गई. जिसका वीडियो वायरल हो रहा है. हालांकि वे माली अब ठीक हैं. pic.twitter.com/l39smMMQ5S
— Parvez Sagar (@itsparvezsagar) March 12, 2021