• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়ের ৪ মাসের মাথায় ফের গর্ভবতী দেবিনা! এত সুন্দরী বৌ থাকলে নিজেকে আটকানো যায় না, অকপট গুরমীত

Published on:

Gurmeet Choudhary and Debina Bonnerjee opens up about their second pregnancy

প্রথম সন্তানের জন্ম হয়েছে সবে ৪ চার মাস হয়েছে। এর মধ্যেই ফের প্রেগন্যান্সির সুখবর দিয়েছিলেন গুরমীত চৌধুরী এবং দেবিনা ব্যানার্জি (Debina Bonnerjee)। বি টাউনের তারকা জুটির কাছে এটা ছিল যেন ঈশ্বরের আশীর্বাদ। তবে নেটিজেনদের একাংশ কিন্তু এই নিয়ে ট্রোল করতে ছাড়েনি গুরমীত এবং দেবিনাকে।

কেউ কেউ তো এও বলেছিলেন যে এত কীসের তাড়া ছিল দু’জনের? আরেকটু অপেক্ষা করতে পারলেন না? প্রথম সন্তানই এত ছোট, এরপর দ্বিতীয় সন্তানকে কীভাবে সামলাবেন তারকা জুটি? এমনই অগুনতি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে গুরমীত (Gurmeet Choudhary) এবং দেবিনাকে।

Gurmeet Choudhary and Debina Bonnerjee

সম্প্রতি নিজেদের ইউটিউব ভ্লগের ৪৭০০টি প্রশ্নের মধ্যে বেছে বেছে কিছু প্রশ্নের জবাব দিতে বসেছিলেন তারকা জুটি। সেখানেই মেয়ের জন্মের চার মাস পরেই ফের দেবিনার প্রেগন্যান্সি নিয়ে মুখ খোলেন গুরমীত। একজন গুরমীতকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিলেন, আর একটু অপেক্ষা করতে পারলেন না? সেই জবাবে কোনও রকম রাখঢাক না করেই অভিনেতা সাফ বলেন, বৌ যখন এত সুন্দরী, তখন আবার অপেক্ষা কীসের!

Gurmeet Choudhary and Debina Bonnerjee with their daughter

এরপর দেবিনা বলেন, মেয়ে লিয়ানা জন্মের আগে বছরের পর বছর ধরে প্রেগন্যান্ট হওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বারবার ব্যর্থ হন। গত ৪-৫ বছর ধরে বহু চিকিৎসকও দেখিয়েছিলেন তাঁরা। তাই তাঁদের কাছে স্বাভাবিকভাবে প্রেগন্যান্ট হওয়ার বিষয়টি প্রচণ্ড অবিশ্বাস্য ছিল।

প্রসঙ্গত, প্রথমবার দেবিনা আইভিএফ পদ্ধতির মাধ্যমে গর্ভবতী হয়েছিলেন। তবে দ্বিতীয়বার একেবারেই  স্বাভাবিক পদ্ধতিতেই মা হতে চলেছেন ছোট পর্দার মা সীতা। দেবিনা জানান, তিনি যখন গুরমীতকে সুখবরটি দিয়েছিলেন, তখন নাকি অভিনেতা বিশ্বাসই করেননি। কিন্তু পরে চিকিৎসক বললে পর্দার রামের সম্বিৎ ফিরেছিল।

বি টাউনের নামী অভিনেত্রী দেবিনার মতে, ছোট্ট মেয়ে লিয়ানাই তাঁদের জীবনে সৌভাগ্য নিয়ে এসেছে। গুরমীত জানান, তাঁর এবং তাঁর ভাইয়ের মধ্যেও বয়সের ফারাক মাত্র ১১ মাসের। তাঁর মা-বাবাও কিন্তু বিষয়টিতে অবাক হননি। বরং দেবিনার মা-বাবা নাকি পরপর দুই সুখবর পেয়ে নাকি বেশ অবাকই হয়েছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥