• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হচ্ছেন দেবীনা! পর্দার রাম-সীতার বাড়িতে আসছে নতুন অতিথি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

গত বছর থেকেই বিটাউনে একের পর এক সুখবর শোনা যাচ্ছে। আর আজ সকালেই খুশির খবর দিয়ে সবাইকে অবাক করে দিলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় জুটি গুরমিত চৌধুরী (Gurmeet Choudhary) দেবীনা ব্যানার্জি (Debina Bannerjee)। এবার খুব শিগগিরই নতুন সদস্য আসতে চলেছে তাদের বাড়িতে।মা হতে চলেছেন দেবীনা। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবিসহ সেই সুখবরই শেয়ার করেছেন এই সেলিব্রেটি জুটি।

সোশ্যাল মিডিয়ায় গুরমীত দেবিনা দুজনেই একে অপরের সাথে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন। কালো শর্ট ড্রেস পরা দেবিনার ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে তার বেবি বাম্প। অন্যদিকে, গুরমিতকে কালো টিশার্টে একেবারে ক্যাজুয়াল লুকে দেখা যাচ্ছে গুরমিতকে। উল্লেখ্য এদিনের এই ছবিতে গুরমিত-দেবিনার চোখে মুখে স্পষ্ট খুশীর ছাপ।

   

গুরমিত চৌধুরী,Gurmeet Choudhary,দেবীনা ব্যানার্জি,Debina Bannerjee,গর্ভবতী,Pregnant,Social Media,সোশ্যাল মিডিয়া

এদিন এই খুশীর খবর শেয়ার করে ইনস্টাগ্রামে অনুরাগীদের উদ্দেশ্যে এই সেলিব্রেটি কাপল লিখেছেন ‘শীঘ্রই আমরা ৩ জন হব। জুনিয়ার চৌধুরী আসছে। সকলের আশীর্বাদ কামনা করছি।’ সোশ্যাল মিডিয়ায় এই সুখবর প্রকাশ্যে আসা মাত্রই কমেন্ট বক্সে উপচে পড়েছে শুভেচ্ছার বন্যা।

গুরমিত চৌধুরী,Gurmeet Choudhary,দেবীনা ব্যানার্জি,Debina Bannerjee,গর্ভবতী,Pregnant,Social Media,সোশ্যাল মিডিয়া

অসংখ্য অনুরাগীদের পাশাপাশি একে একে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন জগতের একাধিক অভিনেতা অভিনেত্রী। তালিকায় রয়েছেন করণ মেহরা, নিশা রাওয়াল, বিকাশ কালান্তরি, করিশ্মা শর্মা, হানসিকা, তুলসী কুমার, মৌনি রায়, মুনমুন দত্ত, সায়ন্তনী ঘোষ, রশ্মি দেশাই সহ আরও অনেক তারকারা ।

গুরমিত চৌধুরী,Gurmeet Choudhary,দেবীনা ব্যানার্জি,Debina Bannerjee,গর্ভবতী,Pregnant,Social Media,সোশ্যাল মিডিয়া

উল্লেখ্য গুরমিত-দেবিনা দুজনেই নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন মডেলিংয়ের মাধ্যমে। ২০০৬ সালে একটি প্রতিযোগিতায় এই তারকাদের প্রথম পরিচয় হয়েছিল। পরবর্তীতে এনডিটিভি ইমাজিনের জনপ্রিয় ধারাবাহিক রামায়ণে রাম-সীতার চরিত্রে তাদের অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের। উল্লেখ্য গত বছরেই কলকাতায় এসে আইনি বিয়ের ১০ বছর পর বাঙালি রীতিতে সামাজিক বিয়ে সেরেছিলেন গুরবিনা।

গুরমিত চৌধুরী,Gurmeet Choudhary,দেবীনা ব্যানার্জি,Debina Bannerjee,গর্ভবতী,Pregnant,Social Media,সোশ্যাল মিডিয়া