• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধুঁকছে দেশ! করোনা রুখতে প্লাজমা দানের পর হাসপাতাল খোলার সিদ্ধান্ত নিলেন গুরমিত

gurmeet choudhury

দেশে করোনার (Corona virus) দ্বিতীয় ঢেউ (Second wave) মারাত্মক রকমভাবে আছড়ে পড়েছে। আগের বারের থেকেও ভয়াবহ এবারের পরিস্থিতি। সারাদেশে ইতিমধ্যেই শুরু হয়েছে অক্সিজেনের আকাল, বেডের জন্য চলছে হাহাকার৷ রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যে যতটুকু পারছেন সাধ্যমতো বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।

এরমধ্যেই বড় ঘোষণা করলেন অভিনেতা গুরমিত চৌধুরী (Gurmeet Choudhury)। অভিনেতা জানান, কোভিড পরিস্থিতি মোকাবিলায় পাটনা ও লখনউতে তিনি হাসপাতাল তৈরি করবেন। রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলেই একথা জানান গুরমিত। করোনা মহামারীর জেরে দেশের সমকালীন ভয়াবহ পরিস্থিতি দেখেই তিনি এহেন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

gurmeet choudhury

অভিনেতা জানান, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই হাসপাতালে প্রায় ১,০০০ টি বেড থাকবে। পরবর্তীকালে অন্যান্য শহরেও তিনি সাধ্য এবং সামর্থ্য মতো হাসপাতাল খুলবেন বলে জানান। এফিন টুইটারে অভিনেতা লেখেন, ” আমি সিদ্ধান্ত নিয়েছি লখনউ এবং পাটনাতে আমি ১,০০০ বেড আল্ট্রা মর্ডান হাসপাতাল খুলব। আপনাদের আশীর্বাদ ও সমর্থন কাম্য, পরে অন্য শহরেও খুলব। শীঘ্রই বিশদে জানাব”।

এই প্রথম নয় তিনি এবং তার স্ত্রী মিলে এর আগেও বহু করোনা আক্রান্ত রোগীর অক্সিজেন ও প্লাজমার ব্যবস্থা করে দিয়েছেন। ইতিমধ্যেই তারা গঠন করে ফেলেছেন একটি স্পেশাল টিম ও। সোনু সুদকেই নিজের অনুপ্রেরণা বলে মনে করছেন গুরমিত। তার এই কাজের প্রশংসায় ইতিমধ্যেই পঞ্চমুখ নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥