• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনেকদিন পর ক্রেজিকে জড়িয়ে ধরল গুনগুন! সৌগুনকে কাছাকাছি আসতে দেখে দারুন খুশি দর্শক

Updated on:

Khorkuto,খড়কুটো,Soujanya,সৌজন্য,Gungun,গুনগুন,Romance,রোম্যান্স,Discussion,আলোচনা,Social Media,সোশ্যাল মিডিয়া,Netizen,নেটিজেন

বিনোদনের ডেলি ডোজ মানেই হল মেগা সিরিয়াল। স্টার জলসার এমনই একটি জনপ্রিয় সিরিয়াল হল ‘খড়কুটো'(Khorkuto)। দর্শকদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রিয় সিরিয়ালের চরিত্রদের টিভির পর্দায় না দেখলে মন খারাপ হয়ে যায় সকলের। আর তাই প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথেই সমস্ত কাজ সেরে হাতে রিমোট নিয়ে পরিবারের সবাই মিলে বসে পড়েন টিভির সামনে।

হাসি-মজায় ভরপুর মুখার্জি পরিবারের যৌথ পারিবারিক সম্পর্কের প্রেক্ষাপটে গুনগুন-সৌজন্যের (Gungun-Soujanyo) খুনসুটি নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল। হাসি মজায় সকলে মিলে মাতিয়ে রাখে গোটা বাড়ি। আর বাড়ির নতুন বৌ গুনগুন হল বাড়ির প্রাণ। তাকে ছাড়া গোটা বাড়িটাই ফাঁকা লাগে। আর আজকাল চোখের সামনে বৌকে দেখতে না পেয়ে একটু বেশিই কষ্টে রয়েছেন সৌজন্য ওরফে গুনগুনের ক্রেজি।

Khorkuto,খড়কুটো,Soujanya,সৌজন্য,Gungun,গুনগুন,Romance,রোম্যান্স,Discussion,আলোচনা,Social Media,সোশ্যাল মিডিয়া,Netizen,নেটিজেন

বেশ অনেকদিন হল ক্রেজির থেকে দূরে রয়েছে গুনগুন। তাই শ্বশুর কে ফাঁকি দিয়ে মাঝে মধ্যেই নিজের বৌয়ের সাথে লুকিয়ে রোম্যান্স করছে সৌগুন। যা নিয়ে বাড়ির সবাই মিলে খেপাচ্ছে বাবিনকে। ইতিমধ্যেই সিরিয়ালে সম্প্রচারিত হয়েছে সেই পর্ব। হাসি মজায় ভরপুর সেই পর্ব চুটিয়ে উপভোগ করেছেন দর্শকরাও।

Khorkuto,খড়কুটো,Soujanya,সৌজন্য,Gungun,গুনগুন,Romance,রোম্যান্স,Discussion,আলোচনা,Social Media,সোশ্যাল মিডিয়া,Netizen,নেটিজেন

সিরিয়ালের অনুযায়ী দেখা যাচ্ছে কলেজ থেকেই পড়াশোনা সংক্রান্ত বিষয়ে এক্সকারশনের জন্য কোথাও একটা ঘুরতে গিয়েছে সৌজন্য-গুনগুন।যদিও শান্তি নেই সেখানেও । গুনগুনের পিছু পিছু গিয়ে হাজির হয়েছে তাঁর ড্যাডি অর্থাৎ কৌশিকবাবু। ইতিমধ্যেই দেখা গেছে ঘুরতে গিয়ে হোটেল রুমে ঢুকে মহানন্দে রয়েছে গুনগুন। অনেকদিন পর ক্রেজির সাথে একসাথে রাত কাটাতে পারার আনন্দেই মশগুল হয়ে রয়েছে সে।

 

এসবের মধ্যেই সিরিয়ালের ফ্যান পেজের তরফ থেকে শেয়ার করা হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে অনেকদিন পর নিজের ক্রেজিকে কাছে পেয়েছে গুনগুন। আর বরকে কাছে পেয়ে তার সাথে সুখ দুঃখের গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছে সে। বর বৌ দুজনে মিলে ভালোবাসা, সম্পর্ক ইত্যাদি নানা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা চলছে তাঁদের। তখনই সৌজন্য গুনগুন কে বলে এই সম্পর্ক,অনুভূতি সবটাই তাঁর কাছে নতুন। অন্যদিকে বর বৌয়ের এই আলোচনা শুনে দারুন খুশি নেট নাগরিকরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥