সারাদিনের ক্লান্তি সেরে মা, ঠাকুমাদের বিনোদন বলতে রকমারি সিরিয়াল। সন্ধ্যের শাঁখ বাজিয়েই এক কাপ চা নিয়ে সকলে মিলেই টিভির সামনে বসে যায় গৃহস্থ বাড়ির সদস্যরা। সিরিয়ালের জগতে বিপুল জনপ্রিয় স্টার জলসার ‘খড়কুটো’ (Khorkuto)। একটি নিখাদ একান্নবর্তী পরিবারের গল্প ফুটে উঠেছে এই ধারাবাহিকে। কখনো হই হই, তো কখনো মন খারাপ। অভাব, টানাপোড়েন, তার মধ্যেই দেদার আনন্দ। খড়কুটো ধারাবাহিকের মুখার্জি পরিবারের মতো পরিবার তো আসলে সকলেই চায়, কিন্তু তবু আজকালকার দিনে যৌথতা শব্দটি যেন সোনার পাথর বাটি।
তবে সম্প্রতি ধারাবাহিকের ‘গুনগুন’ অভিনেত্রী তৃণা সাহার উপর তিতিবিরক্ত দর্শকেরা৷ আসলে পর্দার গল্পকে বাস্তব ভেবে নেওয়া দর্শকদের চিরকালীন স্বভাব। কখনও তারা অভিনেতা অভিনেত্রীদের মাথায় তোলেন, কখনও আবার তাদের টেনে নীচে নামাতেও দুদন্ড ভাবেননা৷ ঠিক এই কারণেই খড়কুটোর TRP এখন ক্রমেই নামছে নীচের দিকে।
অনেকেরই মত এর জন্য দায়ী গুনগুন। সম্প্রতি খড়কুটো পরিবারে এসেছে নতুন সদস্য। কন্যা সন্তানের জন্ম দিয়ে মা হয়েছে মিষ্টি। মিষ্টির প্রসবকালে বাড়িতে কেউ না থাকায় সমস্তটা একাই সামলেছিল গুনগুন। আর তাইজন্যেই মিষ্টির মেয়ে পুচুসোনার উপর তার একটা আলাদা অধিকার বোধ কাজ করে। কিন্তু ভালোবাসা একজিনিস আর তাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি অন্যজিনিস।
এখন মুখার্জি পরিবারে মিষ্টি বৌদির সাথে ক্রমেই বাড়ছে গুনগুনের দূরত্ব। কেননা মিষ্টির বাচ্চাকে সে কিছুতেই কাছ ছাড়া করছেনা, এমনকি রাতেও মায়ের কাছে থাকতে পর্যন্ত দিচ্ছেনা। মানতে পারছে না নতুন মা মিষ্টি। বাড়ির সব লোক এমনকী, সৌজন্যর বোঝানোতেও কোনও কাজ হচ্ছে না।
এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে মিষ্টিরও। সে সাফ গুনগুনকে জানিয়ে দিয়েছে যতক্ষণ না সে নিজের মেয়েকে নিজের কাছে পুরোপুরিভাবে পাচ্ছে ততক্ষণ সে মেয়ে স্তন্যপান করাবে না, সেটাও যেন গুনগুনই বুঝে নেয়। এটাও মানতে নারাজ গুনগুন। তার দাবী মিষ্টি পুচুসোনাকে স্তন্যপান করাবে, আর তারপর পুচকে গুনগুনের কাছেই থাকবে৷
View this post on Instagram
গুনগুনের এই আজব দাবী আর অধিকারবোধ মিষ্টির মতোই অসহ্য হয়ে উঠছে দর্শকদের কাছেও। এদিন মিষ্টি স্তন্যপান করাবে না বলায় পুচুসোনাকে কোলে নিয়েই তর্কাতর্কি শুরু করে গুনগুন আর তখনই তার হাত থেকে পড়ে যায় দুধের শিশুটি৷ ব্যথায় কেঁদে ওঠে একরত্তি। এই এপিসোড দেখে গুনগুনের অসভ্যতামিতে রীতিমতো রাগে ফুঁসছেন দর্শকেরা।