• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরোনো ফর্মে ফিরেছে গুনগুন! তিন্নিকে নিয়ে সৌজন্যকে ধুয়ে দিল সবার সামনে

Published on:

Gungun Soujanyo Khorkuto গুনগুন সৌজন্য খড়কুটো

ধীরে ধীরে পুরোনো ফর্মে ফিরছে খড়কুটো (khorkuto) সিরিয়াল। জনপ্রিয় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পরেই বেশ কিছুটা নেমে যেতে হয়েছিল সিরিয়ালটিকে। মাঝে ভজনবাবুর টাকা ধার আর আদিলের প্রবেশে খেয়ে হারিয়েছিল সিরিয়াল। তবে এবার কিন্তু মোটামুটি ব্যাক টু ট্র্যাক। ইতিমধ্যেই ক্রেজি মানে সৌজন্যের সাথে ফের  আগের মত ঝগড়ার ফর্মে ফিরেছে গুনগুন। সম্প্রতি সিরিয়ালে দুজনের একটা ঝগড়ার পর্ব দেখানো হয়েছে।

সৌজন্যকে  কিছুতেই তিন্নি দিদির সাথে বিদেশ যেতে দিতে রাজি নয় গুনগুন। আসলে মনে মনে যে ভালোবাসে, মুখে প্রকাশ না করলেও সৌজন্য আর গুনগুন (soujanyo gungun) দুজনেই দুজনকে ভালোবেসে ফেলেছে। তাই শেষ দিনে সৌজন্যের বাড়ি থেকে বাপের বাড়ি না ফেরার সিদ্ধান্ত নিয়েছে গুনগুন। শুধু তাই নয় সৌজন্যের বিদেশ যাওয়াতেও একেবারে ফুল স্টপ লাগিয়ে দিয়েছে গুনগুন।

গুনগুন,সৌজন্য,খড়কুটো,Khorkuto,gungun,soujanyo,gungun is back at old form in khorkuto serial

এখানেই শেষ নয়, তিন্নি নাম তা শুনলেই যেন খেপে উঠছে গুনগুন। গুনগুন-সৌজন্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ফ্যান পেজের দ্বারা শেয়ার করা হলে বেশ ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সৌজন্যের সাথে একেবারে কোমর বেঁধে ঝগড়ায় নেমেছে গুনগুন। ভিডিওতে গুনগুনকে বলতে দেখা যাচ্ছে, ‘ তিন্নি দিদি বাড়িতে যদি আবার ওই বিদেশে যাবার ফর্ম নিয়ে ঢোকে তাহলে চুলের মুঠি ধরে চিরে ফেলে দেবে’।

এই কথা শুনে সৌজন্য গুনগুনকে বলেছে, ‘একই কথা গুনগুন! এমনিতে তিন্নি দিদি বলো আর তারই কিনা চুলের মুঠি ধরবে বলছ’। অবশ্য সৌজন্যের কোথায় ভারী বয়েই গেছে গুনগুনের। তাঁর মতে, বেশ করেছে সে। বাড়িতে ঢুকে বেশি বড়বড় কথা বললে সে গুনগুন কিছুতেই চুপ করে বসে থাকবে না।

তাহলেই বুঝুন! ধীরে ধীরে একেবারে পুরোনো ফর্মে ফিরছে খড়কুটো সিরিয়ালের গুনগুন। আর সিরিয়ালে প্রথম দিকে এই ধরণের পাগলপারা ঝটপট উত্তর দেওয়ার মতোই দেখানো হয়েছে গুনগুনকে। এবার সেই ট্রাকে ফিরতে  কিছুটা জনপ্রিয়তাও বেড়েছে সিরিয়ালের। শেষ প্রকাশিত টিআরপি তালিকা দেখলেও তার প্রতিফলন পাওয়া যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥