• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলের মা হলেন তৃণা সাহা! খবর পেতেই খুশির হাওয়া খড়কুটো ফ্যানদের মাঝে

এখনকার দিনে দর্শকদের বিনোদনের অন্যতম প্রধান অঙ্গ হল মেগা সিরিয়াল। কর্মব্যস্ত জীবনে রীতিমতো স্ট্রেস বাস্টারের কাজ করে এই সিরিয়ালগুলি। আর এখন তো সব সিরিয়ালেই শেষ কথা বলে টিআরপি। এদিক দিয়ে দেখতে গেলে টিআরপির স্কোর বোর্ডে লীনা গাঙ্গুলির (Leena Ganguly) খড়কুটো (Khorkuto) সিরিয়ালের নম্বর কমলেও, দর্শকদের মনের মধ্যে কিন্তু এই সিরিয়ালের জনপ্রিয়তা কমেনি এক ফোঁটাও।

একেবারে শুরু থেকেই বাঙালিয়ানার ঐতিহ্য যৌথ পরিবারের প্রেক্ষাপটে তৈরি এই সিরিয়াল সহজেই মন জয় করে নিয়েছে দর্শকদের। একটা সময় ছিল যখন সাপ্তাহিক টি আর পি চার্টের একেবারে শীর্ষ স্থানে ছিল খড়কুটো। সিরিয়ালের একেবারে আনকোরা জুটি প্রথম থেকেই ছাপ ফেলেছে দর্শকদের মনে। দর্শকদের কাছে এই জুটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে ভক্তরা গুনগুন সৌজন্য কে ভালোবেসে ‘সৌগুন’ বলে ডাকতে শুরু করে।

   

লীনা গাঙ্গুলির,Leena Ganguly,খড়কুটো,Khorkuto,Gungun,গুনগুন,Soujanya,সৌজন্য,Baby Boy,ছেলে

এরইমধ্যে জানা যাচ্ছে মা হয়েছেন সিরিয়ালের অভিনেত্রী তৃণা সাহা। তার কোল আলো করে এসেছে এক ফুটফুটে রাজপুত্তুর। একথা শোনার পর থেকে সবাই ভাবছেন কাক পক্ষীও টের পেল না অথচ তৃণা মা গেলেন! এও কি করে সম্ভব। তাহলে এবার আসল ঘটনাটা বলা যাক, কারণ তৃণা মা হয়েছেন ঠিকই কিন্তু রিয়েল লাইফে নয় রিল লাইফে।

লীনা গাঙ্গুলির,Leena Ganguly,খড়কুটো,Khorkuto,Gungun,গুনগুন,Soujanya,সৌজন্য,Baby Boy,ছেলে

একথা কমবেশি সকলেই জানেন গত বছরের ক্রিসমাস থেকে পুচুসোনা নেওয়ার প্লান করছে সৌগুন। অবশেষে এসে গেল সেই আনন্দের দিন। এবার গুনগুনের জীবনে এল তার নিজের পুচুসোনা। একথা জানা মাত্র বেজায় খুশি খড়কুটো ফ্যানরা। কিন্তু এত আনন্দ আয়োজনের মাঝেও বাজছে বিষাদের সুর। কারণ মা হওয়ার পাশাপাশি সদ্য পিতৃহারা হয়েছে গুনগুন।

লীনা গাঙ্গুলির,Leena Ganguly,খড়কুটো,Khorkuto,Gungun,গুনগুন,Soujanya,সৌজন্য,Baby Boy,ছেলে

যদিও এখনও পর্যন্ত কেউ তাকে তার বাবার মৃত্যু সংবাদের খবর দেয়নি। প্রসঙ্গত কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুর পর গুনগুনের ড্যাডির চরিত্রে আর কাওকে ভাবা সম্ভব হয়নি তাই সিরিয়ালেও এভাবেই সরিয়ে দেওয়া হল তাঁর চরিত্রটিকে। এরইমধ্যে গুনগুনের ছেলে হওয়ায় অনেকেরই অনুমান এবার হয়তো শেষ করে দেওয়া হবে খড়কুটোও।

site