বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন টেলি অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। ছোট পর্দার দর্শকদের কাছে তিনি গুনগুন (Gungun) নামেই বেশি পরিচিত। সিরিয়ালের পাশাপাশি ইতিমধ্যে সিনেমাতেও অভিনয় করে ফেলেছেন তিনি। পৌঁছে গিয়েছেন বাংলার দর্শকদের ঘরে ঘরে। সেই সুবাদেই সোশ্যাল মিডিয়াতেও আকাশ ছোঁয়া জনপ্রিয়তা রয়েছে অভিনেত্রীর।
দেখতে দেখতে এই পেশায় বেশ অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। পেশাদার জীবনে একের পর এক মাইলস্টোন তৈরী হয়েছে তৃণার। ইতিমধ্যেই টলিপাড়ার দুই খ্যাতনামা পরিচালক অরিন্দম শীল (Arindam Sheel) এবং সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। অন্যদিকে টিভির পর্দায় খড়কুটো শেষ হওয়ার পরেই তৃণা ফিরেছেন ‘ডান্স ডান্স জুনিয়র’ এর মেন্টরের হিসাবে।
সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বলিউড বাদশা শাহরুখ খানের সাথে ছবি তুলে শিরোনামে এসেছিলেন অভিনেত্রী। এরইমধ্যে অভিনেত্রীর ফেসবুক পেজে উপচে পড়ল একরাশ ক্ষোভ। এদিন তৃণা লিখেছেন ‘সিনেমার অভিনেতা/অভিনেত্রী বা টেলিভিশনের অভিনেতা/অভিনেত্রীদের কি কোনো শ্রেণী দিয়ে ভাগ করা যায়?’
শুধু তাই নয় ফেসবুক পেজে তৃণার সংযোজন, ‘সকলেরই তো কাজ মানুষকে এন্টারটেনমেন্ট উপহার দেওয়া! সকলকে নিজের নিজের স্থানে প্রতিষ্ঠিত। তবু কেন সবসময় সিনেমার থেকে টেলিভিশনকে ছোট করে দেখানো হয়? সিনেমা বা টেলিভিশনের মধ্যে দ্বন্দ্বের কোনও অবকাশ নেই। তাহলে ‘সার্কাস’ থেকে ‘শাহরুখ’ হতো না।’
এখানেই শেষ নয় এরপরেই পর্দার গুনগুনের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে সাংবাদিকদের উপর। তাই শেষে অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় সাংবাদিক মনে রাখবেন – সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে।’ কিন্তু ঠিক কোন বিষয় নিয়ে এমন চটে গেলেন তৃণা? স্পষ্টভাবে কিছুই না জানা গেলেও মনে করা হচ্ছে কিফের অনুষ্ঠানে শাহরুখের সাথে তৃণার ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়েই বিরক্ত অভিনেত্রী।
এছাড়াও এদিন নিজের ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনেও নিন্দুকদের এক হাত নিয়েছেন তৃণা। কটাক্ষের জবাবে তৃণা লিখেছেন ‘দাদা আপনার মনে হয় না লেখক বা চ্যানেলকে ব্যাপারটা বলা উচিত। টেলিভিশনের অভিনেত্রী বলে আমাদের অপমান না করে? আর আপনার কি মনে হয় সব সিনেমাকে ভীষণ ভালো ব্লকবাস্টার গল্প থাকে? দাদা সবাই চেষ্টা করছে… আপনি আপনার কাজে, আমরা আমাদের… অপমান করাটাও আমারও কাজ নয়, জনতারও কাজ হওয়া উচিত নয়।’