• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজেকে ভালোবেসে নিজেকেই বিয়ে করলেন গুজরাতের তরুণী! অবাক করা কান্ড ভাইরাল নেটদুনিয়ায়

Gujarat girl kshama Bindu marry herself

সোমলতার একটি জনপ্রিয় গান রয়েছে যার লিরিক্সটা খানিক এমন যে ‘নিজেকে ভালোবাসো তুমি এবার’ , অর্থাৎ সবার আগে আমদের উচিত নিজেকদের ভালোবাসা। এতদিন পর্যন্ত বিভিন্ন সম্পর্কের সমীকরণ সম্পর্কে আমরা জেনেছি ,যেমন সমকামিতা ,উভকামিতা। কিন্তু আপনি কি কখনও শুনেছেন নিজকামিতার কথা। অর্থাৎ অন্য কোনও বিপরীত বা সম লিঙ্গের মধ্যে নয় এ ভালোবাসা নিজের উপর। অর্থাৎ নিজের মধ্যেই ধরুন কোনও ব্যক্তি তার ভালোবাসাকে খুঁজে পাচ্ছেন।

এর আগে এমন সম্পর্কের নজির খুব একটা মেলেনি। কিন্তু এবার অদ্ভুত এক কান্ড ঘটালেন গুজরাটের এক তরুণী । রাতের বাসিন্দা ক্ষমা বিন্দু নিজেকে ভালোবেসে নিজেই বিয়ে করতে চলেছেন , এই ঘটনায় কার্যত হতবাক পুরো নেটপাড়া। স্বভাবতই প্রশ্ন উঠছে নিজেকে কি আর নিজে বিয়ে করা যায়? এ প্রসঙ্গে ,ক্ষমার যুক্তি নিজেকে যদি ভালোবাসা যায় তাহলে বিয়ে করতে কি সমস্যা ?

Gujarat girl kshama Bindu marry herself

তার কোথায় স্পষ্ট যে তার ভালো থাকতে অন্য মানুষের দরকার হয়না। তিনি নিজেই নিজেকে ভালোবেসেছেন। ক্ষমা আরও জানান , যে ছোট থেকে তার কখনও মনেই হয়নি যে অন্য কোনও পাত্রকে তিনি বিয়ে করবেন , বা বৌ সাজবেন। তাই সবকিছুর পর তিনি যখন উপলব্ধি করেছেন যে তিনি নিজেই নিজেকে ভালোবাসেন ,তখন তার নিজেকে বিয়ে করতেও আপত্তি নেই।  নিজের প্রতি ভালোবাসার এই প্রবণতাকে নার্সিসিজম বলে।

Gujarat girl kshama Bindu marry herself

তিনি বিয়ের সময় নিজেই নিজেকে অঙ্গীকার করেছেন ,নিজেকে নিঃশর্ত ভালোবাসবেন এবং নিজেকে নিজের মত করে মেনে নেবেন। আর এর থেকে বেশি কিছু একটি বিবাহ চাওয়ার থাকতে পারে বলে ক্ষমা মনে করেন না। জানা গেছে আগামী ১১ জুন ২৪ বছর বয়সি এই তরুণীর বিয়ের দিন। বিয়েতে কনের সাজে সকল আচার পালন করেই নিজেকে বিয়ে করতে চলেছেন তিনি। বিয়েতে সিঁদুর দান, সাত পাকে বাধা ,কন্যাদান সবই থাকবে। তার পরিবারও নাকি এই নিজগামী বিয়েকে সম্পূর্ণ সমর্থন করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥