• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাঁচার আশা কম! বিয়ের মণ্ডপ ছেড়ে হাসপাতালে গিয়ে মাথা ঠুকছে গুড্ডি, হেসে গড়াচ্ছে দর্শক 

Published on:

Guddi's high voltage drama after Anuj accident

স্টার জলসার অন্যতম চর্চিত একটি সিরিয়াল হল ‘গুড্ডি’ (Guddi)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির এই সিরিয়াল নিয়ে দর্শকদের আলোচনার শেষ নেই। সিরিয়ালে এক নায়ক অনুজের (Anuj) দুই নায়িকা অর্থাৎ গুড্ডি শিরিনের (Shirin) ত্রিকোণ প্রেম দেখে একসময় খেপে উঠেছিলেন দর্শক। খোলামেলাভাবে  পরকীয়ার মতো বিষয় প্রমোট করতে দেখে ইতিমধ্যেই বহুবার দাবি উঠেছে সিরিয়াল বন্ধের।

অনুজ ছেলেটা যে আসলে কি যে চায়, কার সাথে থাকতে চায়, তা বোধ হয় সে নিজেও জানেনা। তাই একবার গুড্ডির সাথে বিয়ে হলে শিরিনের সাথে থাকতে চাইছে, আর শিরিনের সাথে বিয়ে হয়ে গেলে সে গুড্ডির জন্য পাগলামি করছে। একসময় সিরিয়ালের নাম পাল্টে ‘গুড্ডি’ থেকে ‘পরকীয়ার হাড্ডি’ বলেও ট্রোল করেছেন দর্শক। প্রসঙ্গত বাংলা সিরিয়ালের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে অনুজের মতো এত চর্চিত পুরুষ চরিত্রের সংখ্যাও কিন্তু খুব কম।

Guddi Judhajit marriage

আসলে অনুজ এমন একজন মানুষ  ছোটবেলাথেকে কারও ভালোবাসা পায়নি তাই সে এই ভালোবাসা কথাটার সঠিক অর্থ জানতো না আগে।  কিন্তু গুড্ডি তার জীবনে আসার পর থেকে তার সমস্ত ধারণা পাল্টে যায়।তাই একপ্রকার বাধ্য হয়েই গল্পের মোড়  ঘুরিয়েছেন লেখিকা। বেশ কায়দা করেই সিরিয়ালে এনেছেন নতুন চরিত্র যুধাজিৎ (Judhajit)-কে।

ইতিমধ্যেই দেখা গিয়েছে যুধার সাথে বিয়ের পিঁড়িতেও বসেছিল গুড্ডি। কিন্তু বিয়ে সম্পন্ন হওয়ার আগেই জানা যায় অনুজের গাড়ির মারাত্নক অ্যাক্সিডেন্ট হয়েছে। ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে অনুজ। একথা কানে ওঠার পর থেকেই নিজেকে আর ধরে রাখতে পারছে না গুড্ডি। বিয়ের মণ্ডপ ছেড়ে ইতিমধ্যেই সে দৌড়েছে অনুজের কাছে।

Anuj accident in Guddi

আর পর হাসপাতালে গিয়েই হাইভোল্টেজ ড্রামা শুরু করে দেয় শিরিন। সবকিছুর দোষ  গুড্ডির ঘাড়ে চাপিয়ে বলতে শুরু করে ‘কিরে বল এখন তুই খুশি তো? তোর জন্য এইভাবে অনুজের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আমার সিথির সিঁদুর মুছে সাদা করে দিয়ে তুই এখন নিজে সিঁদুর পরবি’। তখন কাঁদতে কাঁদতে গুড্ডি প্রশ্ন করে ‘তোমরা যদি আমাকে শাস্তি দাও তাহলে স্যারজি ভালো হয়ে যাবে তো’?

বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,গাড়ি দুর্ঘটনা,Car Accident,শিরিন,Shirin,নাটকীয় দৃশ্য,Dramatic Scene

আর তারপরেই সবাইকে অবাক করে গুড্ডি বলে এই কাজের জন্য সে নিজেই নিজেকে শাস্তি দেবে। কথা শেষ হতে না হতেই দেখা যায় হাসপাতালের দেওয়ালে নিজের মাথা ঠোকা শুরু করে দিয়েছে গুড্ডি। এসব দেখে নার্স বলে দেয় এমন করলে এরপর তাদের আর ঢুকতে দেওয়া হবে না ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥