• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছলনাময়ী ‘গুড্ডি’! অনুজ অতীত, ক্রিমিনাল অঙ্কুশই সব, বিয়ের প্ল্যান হতেই ট্রোলিং শুরু নেটপাড়ায়

Published on:

Guddi trolled brutally after she wants to marry with criminal Ankush Bhatya

বাংলা টেলিভিশনের পর্দা সম্প্রচারিত জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে অত্যন্ত চর্চিত একটি সিরিয়াল হলো ‘গুড্ডি’ (Guddi)। লীনা গাঙ্গুলির (Leena Ganguy) লেখা জনপ্রিয় এই সিরিয়ালে শুরু থেকেই গুরুত্ব পেয়েছে একটাই জিনিস তা হল পরকীয়া। আর এই কারণে শুরু থেকেই এই সিরিয়ালের নায়ক নায়িকা অনুজ-গুড্ডি (Anuj-Guddi) বাংলা সিরিয়ালের জগতে অন্যতম চর্চিত জুটিতে পরিণত হয়েছে।

 প্রথম থেকেই এই গুড্ডি -অনুজ-আর শিরিনের (Shirin) ত্রিকোণ প্রেম ছিল এই সিরিয়ালের মূল ইউএসপি। তবে একের পর এক নাটকীয় মোড় নিয়ে এখন এই সিরিয়ালটি লীপ নিয়েছে দীর্ঘ ১৮ বছর। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ধারাবাহিকে কিছু দিন আগেই মৃত্যু দেখানো হয়েছিল নায়ক অনুজের। সেই সময় অনুজের মৃত্যুর পর গুড্ডি শেষ হয়ে যাওয়ার জল্পনাও তৈরি হয়েছিল দর্শকমহলে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,অঙ্কুশ ভাটিয়া,Ankush Bhatiya,বিয়ে,Marriage,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

কিন্তু সব জল্পনায় জল ঢেলে পরবর্তীতে দেখা যায় গুড্ডির দত্তক নেওয়া মেয়ে রেশমি ওরফে ঋতাভরী আর অনুজের ছেলে পুবলু ওরফে ঋতুরাজ বড় হয়ে দেখতে হয়েছে  হুবহু একেবারে গুড্ডি  আর অনুজের মতো।  তাই প্রথমদিকে দর্শক ভেবেছিলেন এবার বোধ রেশমি পুবলুকে নিয়েই এগোবে সিরিয়ালের গল্প। ধারাবাহিকে ইতিমধ্যেই বিয়েও হয়েছে তাঁদের।

এরইমধ্যে ধারাবাহিকে আচমকা এন্ট্রি হয় প্রয়াত অনুজ চ্যাটার্জির মতোই দেখতে এক ব্যক্তির। যা দেখে দর্শকরাও ভাবতে শুরু করেছিলেন গল্পের গরু গাছে তুলে এবার বোধ হয় গুড্ডিতেও বেঁচে ফিরেছে অনুজ।  কিন্তু গল্প এগোনোর সাথে এই ধারাবাহিক দেখেন প্রথমে দর্শকরা ভাবতে শুরু করেছিলেন স্মৃতি হারিয়ে অনুজ হয়তো দেশদ্রোহী হয়ে উঠেছে।

কিন্তু পরে জানা যায় ওই ব্যক্তি আসলে অনাথ সে অনাথ আশ্রমে বড় হয়েছে‌। এরপরেও দর্শকদের মনে ক্ষীণ আশা ছিল এই ব্যক্তি অনুজ ছাড়া কেউ নয়। কিন্তু চমকের এখানেই শেষ নয়। সবাইকে চমকে দিয়ে আবার গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছেন লেখিকা লীনা গাঙ্গুলি। এখন জানা যাচ্ছে ওই ব্যক্তি আসলে অনুজ নয় তার নাম অঙ্কুশ ভাটিয়া।

আর এখন সিরিয়ালের গল্প যেদিকে এগোচ্ছে তাতে দেখা যাচ্ছে অনুজকে ভুলে এবার এই অপরাধী অঙ্কুশ ভাটিয়ার সাথে সংসার পাতার পরিকল্পনা করছে গুড্ডি। আদালত চত্বরে দাঁড়িয়েই একে অপরকে ভালোবাসার কথা বলছে তারা। শুধু তাই নয় আগামীদিনে নাগপুর পালিয়ে গিয়ে বিয়ের পরিকল্পনা পর্যন্ত করছে তারা। বুড়ো বয়সে গুড্ডির এই কীর্তি দেখে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল ট্রোল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,অঙ্কুশ ভাটিয়া,Ankush Bhatiya,বিয়ে,Marriage,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক নেটিজেন গুড্ডিকে ট্রোল করে লিখেছেন ‘আমার বর্তমানের প্রিয় সিরিয়াল গুড্ডি। সত্যি এতটা বাস্তবতা সিরিয়াল আগে কোনোদিন দেখিনি। আমি তো বলব ১৮ বছরের পর থেকে প্রত্যেকের পছন্দ হবে কারণ এটা বয়স সীমাবদ্ধের সিরিয়াল বাচ্ছাদের এই সিরিয়াল থেকে দূরে থাকায় ভালো। শুধু শুধু জনি সিনের ভিডিও দেখে নেট নষ্ট না করে টিভিতে এই সিরিয়াল দেখুন ভিতরের যৌবনতা জেগে উঠবে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥