• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমরা যখন একা থাকব কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না’, গুড্ডিকে চেপে ধরল যুধাজিৎ! ফাঁস আগাম ট্র্যাক

Published on:

Guddi Serial Update Anuj holds guddi trying to talk privately

বাংলা সিরিয়ালের (Bengali Serial) মধ্যে ষ্টার জলসার (Star Jalsha) ‘গুড্ডি’ (Guddi) কিন্তু বেশ জনপ্রিয়। বিশেষ করে গুড্ডি আর অনুজের (Guddi Anuj) মাঝে যা চলছে তা দেখার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন সকলে। যাঁরা নিয়মিত দর্শক তারা জানেন অনুজের হাজার চেষ্টা সত্ত্বেও গুড্ডির বিয়ে আটকানো যায়নি। অনুজের দাদা যুধাজিৎকে বিয়ে করেছে গুড্ডি, যার ফলে একই বাড়িতে এখন বৌদি হয়ে গিয়েছে সে।

বিয়ের পর ফুলশয্যার রাতেও আড়ি পাততে গিয়েছিল অনুজ। এমনকি গুড্ডি মাঝরাতে বেরিয়ে এলে কেউ ইঙ্গিত করে বেশ কিছু কথাও বলে অনুজ। যেটা পিছন থেকে শুনে ফেলে শিরিন। অবশ্য গুড্ডির বিয়ের পর যে অনুজ বাঁচতে চাইছিল না, শিরিন প্রেগনেন্ট শুনেই সে ১৮০ ডিগ্রি পাল্টি মেরেছে। একদিকে যেমন বৌয়ের বাধ্য স্বামী হয়ে গিয়েছে, তেমনি আবার ফাঁক পেলেই গুড্ডির কাছে দৌড়ে যাচ্ছে সে।

Guddi Serial Anuj Guddi talking privately

গত এপিসোড দেখা গেছে স্নানঘরে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছে শিরিন। যেহেতু তার আগেই গুড্ডি স্নান করতে গেছিল তাই গুড্ডিকেই দোষারোপ করেছে সে। শিরিনের মতে, আমার বাচ্চাটা নষ্ট করার চেষ্টা করছে ও। এরপরেই বাড়ির সকলে সেখানে হাজির হয় আর অনুজ সিদ্ধান্ত নেয় যে এই ঘটনার তদন্ত হবে। সেই মত পুলিশ আসে ও ফরেন্সিকের মাধ্যমে শ্যাম্পুর বোতলের হাতের ছাপ ম্যাচ করার জন্য পাঠানো হয়।

এসবের মাঝে গুড্ডিকে একা পেয়ে আবারও কথা বলার চেষ্টা করে অনুজ। তাঁর মতে গুড্ডিকে দোষী সে একবারও বলেনি, তবে তদন্ত করে আসল দোষীর মুখোশ খুলে দিতে চেয়েছে। মনে মনে সে নিজেও জানে হয়তো শিরিনই এই কাজ করেছে গুড্ডিকে দোষারোপ করে তাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু এসব শুনে অনুজকে গিরগিটির মত বলে কটাক্ষ করে গুড্ডি। কারণ লোকের সামেন এক ধরণের কথা বলেন আর একা পেলেই অন্য রকম কথাবার্তা বলেন।

Anuj Hold Guddi Guddi gets angry

গুড্ডি কথা না বলে চলে যেতে চাইলে, হাত ধরে নেয় অনুজ। তখনই গুড্ডি বলে পরস্ত্রীর হাত ধরতে লজ্জা করে না? চিৎকার করে যুধাজিৎকেও ডাকতে চায় সেই সময়। কিন্তু তখনই অনুজ গুড্ডিকে চেপে ধরে মুখে হাত চাপা দিয়ে। আর বলে, ‘খবরদার বলছি! যখন আমি আর তুমি এখানে একসাথে থাকব, আমরা যখন একা থাকব তখন অন্য তৃতীয় ব্যক্তি থাকবে না।’

পর মুহূর্তেই আবার নিজের এই আচরণের জন্য ক্ষমা চেয়েছে অনুজ। ক্ষমা চেয়ে বলে, আমি তো জানতাম এখন দিয়ে যাবে একা কথা বলব। এই শুনে গুড্ডি ‘I hate you’ বলতেই আবারও চেপে ধরে অনুজ। বলে যতদিন না আই লাভ ইউ শুনব ততদিন যতবার ঐ কথাটা বলবে তোমার মুখ চেপে ধরব।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥