• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনুজ ফিরতেই আবারও শিরিনের বিয়ে দিতে চাইছে মা! ‘গুড্ডি’র ট্র্যাক নিয়ে চরম হাসাহাসি নেটপাড়ায়

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,শিরিন,Shirin,শিরিনের মা,Shirins Mother,বিয়ে,Marriage,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত চর্চিত একটি সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) ‘গুড্ডি’ (Guddi)। এমনিতে দর্শকরা বেশ ভালোই জানেন লীনা গাঙ্গুলির লেখা সিরিয়াল মানেই তাতে পরকীয়া মাস্ট। আর এই কারণেই এই সিরিয়ালটি শুরু থেকেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে এই সিরিয়ালের নায়ক নায়িকা অনুজ-গুড্ডি (Anuj-Guddi) বোধ হয় বাংলা সিরিয়ালের জগতে অন্যতম চর্চিত দুটি চরিত্র।

শুরু থেকে সিরিয়ালটি যারা দেখছেন তারা জানেন প্রথম থেকেই গুড়ি-অনুজ-আর শিরিনের (Shirin) ত্রিকোণ প্রেম ছিল এই সিরিয়ালের মূল ইউএসপি। তবে একসময় গুড্ডি-অনুজ আর শিরিনের ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে শুরু হওয়া এই গল্প একের পর এক নাটকীয় মোড়  নিয়ে এখন লীপ নিয়েছে দীর্ঘ ১৮ বছরের। ধারাবাহিকেকিছু দিন আগেই মৃত্যু দেখানো হয়েছিল নায়ক অনুজের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,শিরিন,Shirin,শিরিনের মা,Shirins Mother,বিয়ে,Marriage,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

মৃত্যুর পর চিতায় পর্যন্ত দেখা গিয়েছিল তাকে। সেই সময় অনুজের মৃত্যুর পর গুড্ডি শেষ হয়ে যাওয়ার জল্পনাও তৈরি হয়েছিল দর্শকমহলে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে পরবর্তীতে দেখা যায় গুড্ডির দত্তক নেওয়া মেয়ে রেশমি ওরফে ঋতাভরী আর অনুজের ছেলে পুবলু ওরফে ঋতুরাজ বড় হয়ে দেখতে হয়েছে  হুবহু একেবারে গুড্ডি  আর অনুজের মতো।

ধারাবাহিকে ইতিমধ্যেই বিয়ে হয়েছে তাঁদের। এরই মধ্যে ধারাবাহিক এসে গিয়ে আরও এক নতুন চমক। ছেলে ঋতুরাজের বিয়ের দিনেই চ্যাটার্জী বাড়িতে হঠাৎ করেই ফিরে এসেছে প্রয়াত অনুজ চ্যাটার্জি। মরে যাওয়ার পর অনুজ আবার ফিরে আসায় তা নিয়ে কম ট্রোল হয়নি সোশ্যাল মিডিয়ায়।

Guddi actor Anuj brutally trolled on social media anm

আর অনুজকে ফিরে আস্তে দেখেই নতুন করে মেয়ে শিরিনের সংসার ভেঙে অনুজের সাথে আবার তার বিয়ে দেওয়ার প্ল্যান করছে শিরিনের মা। এতদিন পর্যন্ত দেখা গিয়েছিল অনুজের মৃত্যুর পর ছেলে পুবলুকে ফেলে রেখে অন্য একজনকে বিয়ে করেছে শিরিন। তাদের এক সন্তানও রয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,শিরিন,Shirin,শিরিনের মা,Shirins Mother,বিয়ে,Marriage,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

আর এসবের মধ্যেই অনুজকে ফিরে আসতে দেখে মেয়ের পাতানো সংসার ভেঙে তার সাথেই আবার শিরিনের বিয়ে দিতে চাইছে শিরিনের মা। এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় শিরিনের মাকে নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রোলিং। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এক দর্শক শিরিনের মাকে এক হাত নিয়ে লিখেছেন ‘এই চৈতালি নামক মহিলার কি কোনো পরিবর্তন হবে না। কি অদ্ভুত ব্যাপার, মেয়ে অন্য জায়গায় বিয়ে করেছে, সেখানে বাচ্চা ও হয়েছে কিন্তু যেই অনুজ কে দেখেছে অমনি জিভ লক লক করতে শুরু করে দিয়েছে। মেয়েকে নাকি ওই সংসার থেকে উপরে এনে অনুজ এর সাথে বিয়ে দেবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥