এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক (Serial) হল ‘গুড্ডি’ (Guddi)। টিআরপি তালিকায় খুব বেশি কামাল না করতে পারলেও, বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে এই সিরিয়াল। অল্প সময়ের মধ্যেই দর্শকদের ড্রয়িংরুমের অংশ হয়ে উঠেছে গুড্ডি, অনুজ, যুধাজিতরা (Judhajit)। এবার এই ধারাবাহিকেই আসতে চলেছে একটি ধামাকেদার মোড়।
‘গুড্ডি’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই অনুজকে ছেড়ে যুধাজিৎকে বিয়ে করেছেন গুড্ডি। অতীত ভুলে তাঁর সঙ্গেই সুখে সংসার করছে সে। যদিও অনুজ এখনও গুড্ডিকে ভুলতে পারেনি। ওদিকে আবার শিরিনের মন থেকেও গুড্ডির জন্য হিংসে কিংবা রাগ কোনোটাই যায়নি। আর সেই হিংসে-রাগ থেকেই এবার গুড্ডি-যুধাজিতের জীবনে বড় ঝড় তুলবে শিরিন (Shirin)!
একসময় একঘেয়ে পরকীয়া দেখিয়ে দর্শকদের রোষের মুখে পড়েছিল ‘গুড্ডি’ ধারাবাহিকটি। দর্শকদের চাপে পড়ে শেষ পর্যন্ত ট্র্যাক বদল করেছেন নির্মাতারা। বিবাহিত অনুজকে ছেড়ে এখন যুধাজিতের সঙ্গে সুখে সংসার করছে গুড্ডি। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, তাঁদের জীবনে এন্ট্রি হয়েছে রেশমি (Reshmi) নামের একটি মিষ্টি ফুটফুটে মেয়ের।
‘গুড্ডি’র সাম্প্রতিক পর্বে রেশমির এন্ট্রি হয়েছে। তাঁদের তিনজনের দুষ্টু-মিষ্টি রসায়ন ভীষণ পছন্দ হয়েছে দর্শকদের। যুধাজিতের সঙ্গে ছোট্ট রেশমির দুষ্টু-মিষ্টি ঝগড়াও বেশ ভালোলেগেছে তাঁদের। তবে এবার রেশমিকে দিয়েই গুড্ডি- যুধাজিৎকে আলাদা করবে শিরিন!
ইতিমধ্যেই শিরিন গুড্ডিকে বিষ খাইয়ে প্রাণে মারার চেষ্টা করে ফেলেছে। যদিও তাঁর সেই প্রচেষ্টা ভেস্তে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে গুড্ডি। তবে শিরিনই যে গুড্ডিকে বিষ খাইয়েছিল তা এখনও কেউ জানতে পারেনি। পাশাপাশি গুড্ডির ক্ষতি করার মনোভাব এখনও রয়েছে শিরিনের মনে। আর সেখান থেকেই এবার ছোট্ট রেশমিকে ব্যবহার করে গুড্ডি-যুধাজিতের সুখের সংসারে আগুন লাগানোর চেষ্টা করবে সে।
শিরিন এমন একজন মানুষ যে নিজের স্বামী-ছেলে থাকতেও সুখে সংসার করতে পারেনি। তাই এককালের সতীন গুড্ডির এত সুখ কিছুতেই মেনে নিতে পারছে না সে। রেশমির এন্ট্রি হতেই তাই দর্শকদের অনুমান, এই পুঁচকে মেয়েকে ব্যবহার করেই গুড্ডি- যুধাজিৎকে আলাদা করবে শিরিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন কমেন্টই করেছেন একজন নেটাগরিক। এবার দেখা যাক তাঁর সেই আশঙ্কা সত্যি হয় কিনা।