• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাতারাতি পাল্টে গেল গুড্ডির শত্রু শিরিন! নতুন চমক নিয়ে হাজির ‘আলোছায়া’ খ্যাত ঐন্দ্রিলা

Updated on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,শিরিন,Shirin,পুবলু,Publu,রেশমি,Reshmi,অয়ন্তিকা,Ayantika,নতুন ট্র্যাক,New Track

জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির (Leena Ganguly) লেখা অন্যতম চর্চিত একটি ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। শুরু থেকেই এই ধারাবাহিকের নায়ক-নায়িকা গুড্ডি-অনুজ-শিরিনের (Guddi-Anuj-Shirin) ত্রিকোণ প্রেম থেকে শুরু করে পরকীয়া নিয়ে দর্শকমহলে চর্চার শেষ নেই। এমনকি সিরিয়ালে খোলামেলাভাবে পরকীয়ার মতো বিষয় প্রমোট করার জন্য একসময় সিরিয়ালটির নাম পাল্টে পরকীয়ার হাড্ডি করার দাবি জানিয়েছিলেন দর্শকদের একটা বড় অংশ।

আসলে সিরিয়াল প্রেমী দর্শকরা জানেন লীনা গাঙ্গুলী সিরিয়াল মানে সেখানে পরকীয়ার ছোঁয়া থাকবেই। এক্ষেত্রে ব্যতিক্রম নয় গুড্ডিও। বিশেষ করে এই ধারাবাহিকের গুড্ডি,অনুজ,শিরিনের মতো চরিত্রগুলি নিয়ে দর্শকদের চর্চার শেষ নেই। তবে সম্প্রতি এই ধারাবাহিকের দর্শকদের বিরাট চমক দিয়ে এসেছে নতুন মোড়। অসময়ে মৃত্যু হয়েছে নায়ক অনুজেরই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,শিরিন,Shirin,পুবলু,Publu,রেশমি,Reshmi,অয়ন্তিকা,Ayantika,নতুন ট্র্যাক,New Track

আর তাতেই বেজায় মন খারাপ ছিল অনুজ ভক্তদের। কিন্তু এরই মধ্যে অনুজের মৃত্যুর পর এক লাফে ১৮ বছরের লীপ নিয়ে নিয়েছে এই ধারাবাহিক। যার ফলে শেষ হইয়াও হইল না শেষ! আর ধারাবাহিকে এই লীপ নেওয়ার সাথে সাথেই কুড়ি ফুটছে নতুন প্রেমের। অনুজ গুড্ডির যে প্রেম অসম্পূর্ণ থেকে গিয়েছে তাই এবার সম্ভবত পরিণতি পেতে চলেছে তাদের ছেলেমেয়ের হাত ধরে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,শিরিন,Shirin,পুবলু,Publu,রেশমি,Reshmi,অয়ন্তিকা,Ayantika,নতুন ট্র্যাক,New Track

তবে সম্পর্কে কিন্তু তাঁরা মোটেই একে অপরের ভাইবোন নন। সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানে ধারাবাহিকে অনুজের ছেলে পুবলু বড় হয়ে একেবারে হুবহু অনুজের মতো দেখতে হয়েছে।  অন্যদিকে গুড্ডির দত্তক নেওয়া মেয়েও দেখতে একেববারে গুড্ডির কপি-পেস্ট। খুব ছোটবেলাতেই স্কুলে পড়ার সময় তাদের মধ্যে তৈরি হয়েছিল বন্ধুত্ব।

বাল্য বয়সের সেই সম্পর্ক একটু একটু করে ভালবাসার পরিণত হয়েছে কবেই। এখন পুবলু রেশমি দুজনেই কলেজে পড়ে। বর্তমান ট্র্যাক অনুযায়ী দেখা যাচ্ছে পুবলু-রেশমি দুজন দুজনকে পছন্দ করলেও এখনও কেউ কাওকে মনের কথা বলে উঠেতে পারেননি ,অনুজের মতোই পুবলুর জীবনেও আছে একজন শিরিন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,শিরিন,Shirin,পুবলু,Publu,রেশমি,Reshmi,অয়ন্তিকা,Ayantika,নতুন ট্র্যাক,New Track

যে পছন্দ করে পুবলুকে। আর সে হলো অয়ন্তিকা। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন ‘আলো ছায়া’ খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা বসু (Oindrila Bose)। আর ধারাবাহিকে তার এন্ট্রি সাথে সাথেই দর্শক বলছেন গুড্ডির মতই এবার রেশমির জীবনেও হাজির দ্বিতীয় ‘শিরিন’ অয়ন্তিকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥