• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অন্তিম সংস্কারের হওয়ার পরেও বেঁচে উঠবে অনুজ! ফাঁস হল চমকে দেওয়া ‘গুড্ডি’র আগাম ট্র্যাক

টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়ালের মেলা। নতুনের ভীড়েই বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে  খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে স্টার জলসার (Star Jalsha) তুলনামূলকভাবে পুরনো সিরিয়াল গুড্ডি (Guddi)।  প্রসঙ্গত লীন গাঙ্গুলীর লেখা এই জনপ্রিয় সিরিয়াল নিয়ে শুরু থেকেই দর্শকমহলে চর্চার শেষ নেই।

ধারাবাহিকের প্রথম দিকে দর্শক দেখেছেন অনুজের সাথে গুড্ডি,আর শিরিনের ত্রিকোণ প্রেমের কাহিনী। এরপর ধারাবাহিকে এসেছে নতুন মোড়। ধারাবাহিকেএসেছে যুধাজিৎ নামের আরও একজন নায়ক। তার সাথে আগেই বিয়ে হয়েছে গুড্ডির।

   

Guddi,Anuj,

কিন্তু বিয়ের পরেও গুড্ডির মন পড়ে ছিল প্রথম স্বামী অনুজের দিকেই। যদিও ইতিমধ্যেই ধারাবাহিকের মৃত্যু হয়েছে তার। আর অনুজের মৃত্যুর পর গুড্ডি  সিদ্ধান্ত নিয়েছে যুধাজিৎএর সাথে সো আর সংসার করবে না।  তাই যুধাজিৎ ডিভোর্স না দিলেও গুড্ডি যে তার সাথে এক ছাদের তলায় থেকে আর তিক্ততা বাড়াতে চায় না একথা সাফ জানিয়ে দিয়েছে।

Guddi,Judhajit, Guddi and Judhajit, Guddi serial

অন্যদিকে যুধাজিৎ জানিয়ে দিয়েছে সে তাকে এই বিয়ে থেকে কোনদিনও মুক্তি দেবে না।  আর স্বামী হিসেবে তার ওপর একটা কন্ট্রোল সে করবেই। যা দেখে বোঝাই যাচ্ছে ভালো মানুষ যুধাজিৎকেও ধীরে ধীরে ভিলেন বানানোর চেষ্টা চলছে।

Ranojoy Bishnu Emotional Post Guddi Anuj

তবে ধারাবাহিকে এইভাবে আচমকা আনুজের মৃত্যুতে লেখিকার উপরে দারুন ক্ষুব্ধ হয়েছেন এই সিরিয়ালের অনুরাগীরা। কিছুদিন আগেই অনুজের মৃত্যু দেখা বেজায় মন খারাপ হয়েছিল দর্শকদের। টিভিতে অনুজের মৃত্যুর সেই দৃশ্য দেখে কান্নায় ভাসিয়েছিলেন দর্শকরা।  মন খারাপ ছিল খোদ অনুজ অভিনেতা রণজয় বিষ্ণুরও।

তাই কখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবার কখনো লাইভ ভিডিও করে সেই কষ্টের কথা উজাড় করে দিয়েছিলেন তিনি। যদিও প্রথম থেকেই তিনি জানিয়েছিলেন গুড্ডি দেখা বন্ধ না করতে। কারণ আগামী দিনে নাকি অনুজ ভক্তদের জন্য ধারাবাহিকে আস্তে চলেছে বড় চমক।  জানা যাচ্ছে ভক্তদের ভালোবাসার টানেই অনুজ  চরিত্রটিকে নতুন রূপে ফিরিয়ে আনা হবে ধারাবাহিকে।