• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এতদিনে ফিরল সুবুদ্ধি! সিরিয়ালে নতুন টুইস্ট, বিয়ে পরকীয়া ছেড়ে এবার IPS হওয়াই লক্ষ গুড্ডির

Published on:

Guddi is going to become an IPS officer, Guddi serial latest update

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিকের ট্র্যাক নিয়ে দর্শকমহলে চর্চা লেগেই থাকে। শিরিন-অনুজ (Anuj) এবং গুড্ডির ত্রিকোণ প্রেমের কাহিনী দেখে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছিল দর্শকরা। মাঝে যদিও যুধাজিৎ’এর (Judhajit) আগমনে সিরিয়ালের কাহিনীতে কিছুটা অভিনবত্ব এসেছিল, কিন্তু এখন আবার যেই কে সেই!

‘গুড্ডি’র নিয়মিত দর্শকরা জানেন, যুধাজিৎ এবং গুড্ডির বিয়ে কিছুতেই মেনে নিতে পারছিল না অনুজ। তাঁদের বিয়ের দিনই গাড়ি নিয়ে একটি অ্যাক্সিডেন্ট করে অনুজ। বা বলা ভালো, নিজেকে শেষ করে দেওয়ার উদ্দেশ্য নিয়েই সেই দুর্ঘটনা ঘটায় সে।

Guddi's high voltage drama after Anuj accident

ওদিকে আবার অনুজের অ্যাক্সিডেন্ট হওয়ার খবর পাওয়া মাত্রই বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায় গুড্ডি। এরপর সে হাসপাতাল থেকে ফিরে এলেও যুধাজিৎ’এর মা বলে ছেলের সঙ্গে তাঁর বিয়ে দেবে না। মায়ের মত না থাকলে যুধাজিৎও গুড্ডিকে বিয়ে করতে পারবে না জানিয়ে দেয়।

Guddi Judhajit marriage

সেই এক বিয়ে এবং বিয়ে ভেঙে যাওয়ার ট্র্যাক দেখানোয় ফের চটে যায় দর্শকদের একাংশ। অনেকেই দাবি করতে থাকেন, এসব না দেখিয়ে গুড্ডির কেরিয়ারের স্ট্রাগল যদি দেখানো হতো তাহলে দর্শকদের দেখতে অনেকটা ভালোলাগত।

অবশেষে দর্শকদের সেই দাবিই মানা হচ্ছে। বিয়ে, পরকীয়া এসবের ট্র্যাক ছেড়ে এবার গুড্ডির আইপিএস অফিসার হয়ে ওঠার কাহিনী দেখানো হবে এই ধারাবাহিকে। সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে একথা।

Guddi serial Guddi

সংশ্লিষ্ট প্রতিবেদন লেখা হয়েছে, শীঘ্রই ‘গুড্ডি’ ধারাবাহিকে নতুন মোড় আনতে চলেছেন লেখিকা। যুধাজিৎ’এর সঙ্গে বিয়ে ভাঙার পর বদলে যাবে গুড্ডির জীবন। এবার বিয়ের পাগলামি ছেড়ে সে নিজের কেরিয়ারে মন দেবে। ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, একজন বড় আইপিএস অফিসার হয়ে গিয়েছে গুড্ডি। এরপর থেকে তাঁর স্বপ্নপূরণের লড়াই-ই ফুটে উঠবে দর্শকদের সামনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥