স্টার জলসার (Star Jalsha) অন্যতম চর্চিত একটি সিরিয়াল গুড্ডি (Guddi)। অধিকাংশ সিরিয়ালের মতো এই সিরিয়ালেও প্রথমদিকে গুড্ডি-অনুজ শিরিনের (Guddi-Anuj-Shirin) ত্রিকোণ প্রেমের কাহিনী দেখা গেলেও ধীরে ধীরে বেশ খোলামেলা ভাবেই পরকীয়া দেখতে শুরু করেন লেখিকা লীনা গাঙ্গুলি।
টিভির পর্দায় এই পরকীয়া (Extra Marital Affair) দেখে দর্শকরা এতটাই বিরক্ত ছিলেন যে একসময় সিরিয়াল বয়কট করার পাশাপাশি সিরিয়ালের নাম পাল্টে ‘পরকীয়ার হাড্ডি’ করারও দাবি তুলেছিলেন দর্শকদের একটা বড় অংশ।
সিরিয়ালটি টিভির পর্দায় যারা নিয়মিত দেখেন তাঁরা সকলেই জানেন প্রথমে গুড্ডি অনুজের পরকীয়া দেখানোর পর পরবর্তীতে দেখা যায় অনুজের সাথে মিল না করিয়ে যুধাজিৎএর সাথে গুড্ডির বিয়ে দেখিয়েছিলেন লেখিকা। ধারাবাহিকের এই ট্র্যাক দেখে বেজায় চটেছিলেন দর্শক।

এরপর দেখা যাচ্ছে যুধাজিৎকে বিয়ে করেও মন টিকছে না গুড্ডির। ওদিকে অনুজ খুবই অসুস্থ। একেবারে শয্যাশায়ী অনুজ কোমায় চলে গিয়েছে। আর প্রাক্তন প্রেমিক তথা স্বামীর কাছে আসার জন্য ছটফট করছে গুড্ডি। এমনকি তার জন্য নিজের শাশুড়ি আর স্বামীর সাথেও ঝামেলা হয়েছে গুড্ডির।
এরইমধ্যে জানা যাচ্ছে এবার অসুস্থ অনুজের মৃত্যু দেখিয়েই সিরিয়াল শেষ করবেন লেখিকা লীনা গাঙ্গুলি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুজের মৃত্যুর বেশ কিছু ছবি আর ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না অনুরাগীরা।

এছাড়া দেখা গিয়েছে সিরিয়ালের নায়ক অনুজ অভিনেতা রণজয় বিষ্ণুও গঙ্গার ধারে শুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যা দেখে এক অনুরাগী লিখেছেন ‘রনজয় স্যারের স্টোরি। গঙ্গার ধারে সব পুড়ে ছাই হয়ে গেল। আগামীকাল অনুজের মৃত্যু দেখিয়ে দেবে। মানছি খুব খারাপ পর্যায়ে চলে গেছিলো কিন্তু এই পরিনতি চাইনি। একটা ভুল সিদ্ধান্তের মাশুল সারা জীবন ধরে দিয়ে গেলো অনুজ। জীবন একটা শেষ সুযোগ দিতে পারত তার ভুল শুধরে নেবার।