• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চিতা থেকে বেঁচে উঠল অনুজ! গুড্ডি সিরিয়ালের নতুন চমক দেখে হেসে গড়াচ্ছে নেটপাড়া

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,কামব্যাক,Comeback,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক স্টার জলসার (Star Jalsha) ‘গুড্ডি’ (Guddi)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা এই সিরিয়াল নিয়ে বরাবরই দর্শকমহলে চর্চার শেষ নেই। এই ধারাবাহিকের নায়ক নায়িকা গুড্ডি-অনুজ (Guddi-Anuj) হলেন বাংলা সিরিয়ালের অন্যতম চর্চিত দুই চরিত্র।

তবে এই সিরিয়ালে একসময় গুড্ডি-অনুজের মধ্যে পরকীয়ার মত বিষয়টিকে যেভাবে খোলামেলাভাবে প্রমোট করা হয়েছিল তা দেখে দর্শকদের একাংশ এই সিরিয়ালের নাম গুড্ডি থেকে ‘পরকীয়ার হাড্ডি’ করারও দাবি জানিয়েছিলেন। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন কিছুদিন আগেই আচমকা মৃত্যু হয়েছে প্রধান নায়কঅনুজের । তারপর বেশ কয়েক বছরের লীপ নিয়ে এগিয়ে গিয়েছে এই সিরিয়ালের গল্প।

Guddi Anuj sudden death

তারপর থেকে একেবারে অন্য খাতে বইছে নায়িকা গুড্ডির জীবন। এখন গুড্ডি’র দত্তক নেওয়া মেয়ে রেশমি ওরফের ঋতাভরীকে হুবহু দেখতে হয়ে গিয়েছে গুড্ডির মতোই। অন্যদিকে অনুজের ছেলে পূবলু ওরফে ঋতুরাজকেও দেখতে হয়েছে একেবারেই অনুজের মতো।

Guddi Publu Reshmi New Twist

ধারাবাহিকে অতি সম্প্রতি চূড়ান্ত নাটকীয়ভাবে বিয়েও হয়ে গিয়েছে ঋতুরাজ আর ঋতাভরীর। যা দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করে বলেছিলেন ‘বাংলা সিরিয়ালের ইতিহাসে এই প্রথম ভাই বোনেরও বিয়ে দিয়ে দিয়েছেন লীনা গাঙ্গুলী’।  তবে এবার শোনা যাচ্ছে ধারাবাহিকে আসতে চলেছে আরও এক নতুন মোচড়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,কামব্যাক,Comeback,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রসঙ্গত বাংলা সিরিয়ালের নায়ক নায়িকাদের মধ্যে মরে গিয়েও আবার ফিরে আসার বিষয়টি নতুন নয় একেবারেই। এবার গুডডিতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। আবার নতুন রূপে ফিরছেন অনুজ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকে অনুজের এন্ট্রি নেওয়ার ভিডিও।

সেখানে দেখা যাচ্ছে মুখে সাদা চাপ দাড়ি,মাথায় টুপি পরে ধারাবাহিকে আবার আগমন ঘটেছে অনুজের। যা দেখার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি। নেটিজেনরাও কটাক্ষ করে বলছেন ‘মরে গিয়েও চিতা থেকে আবার ফিরে এসেছে অনুজ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥