বিনোদনসিরিয়াল

চিতায় পুড়ে গরমে মাফলার-টুপি পরে ফিরল অনুজ, ‘গুড্ডি’ দেখে হেসে গড়াচ্ছে দর্শকেরা

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত চর্চিত একটি সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) ‘গুড্ডি’ (Guddi)। লীনা গাঙ্গুলির লেখা জনপ্রিয় এই সিরিয়ালটি শুরু থেকেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে এই সিরিয়ালের নায়ক নায়িকা অনুজ-গুড্ডি (Anuj-Guddi) বোধ হয় বাংলা সিরিয়ালের জগতে অন্যতম চর্চিত দুটি চরিত্র।

প্রসঙ্গত লীনা গাঙ্গুলীর সিরিয়াল মানেই পরকীয়া। জনপ্রিয় সিরিয়াল গুড্ডিও তার ব্যতিক্রম নয়। একসময় গুড্ডি অনুজ আর শিরিনের ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে শুরু হওয়া এই গল্প একের পর এক নাটকীয় মোড়  নিয়ে এখন লীপ নিয়েছে দীর্ঘ ১৮ বছরের।

Guddi Anuj sudden death

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানে কিছু দিন আগেই ধারাবাহিকে মৃত্যু দেখানো হয়েছিল নায়ক অনুজের।  মৃত্যুর পর চিতায় পর্যন্ত দেখা গিয়েছিল তাকে। সেই সময় অনুজের মৃত্যুর পর গুড্ডি শেষ হয়ে যাওয়ার জল্পনাও তৈরি হয়েছিল দর্শকমহলে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,কামব্যাক,Comeback,রেশমি,Reshmi,পুবলু,Publu,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া Social Media

কিন্তু শেষ হওয়া তো দূরের কথা পরবর্তীতে গুড্ডির দত্তক নেওয়া মেয়ে রেশমি ওরফে ঋতাভরী আর অনুজের ছেলে পুবলু ওরফে ঋতুরাজ বড় হয়ে দেখতে হয়ে যায় হুবহু একেবারে গুড্ডি  আর অনুজের মত। যার ফলে এই দুই এই চরিত্রে নতুন করে অভিনয় করতে শুরু করেন শ্যামাপ্তি মুদলি এবং এবং রনজয় বিষ্ণু।

ধারাবাহিকে ইতিমধ্যেই নাটকীয়ভাবে বিয়ে হয়েছে তাঁদের। দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে ঋতুরাজ আর ঋতাভরীর মিষ্টি জুটি। এরই মধ্যে ধারাবাহিক এসে গিয়ে আরও এক নতুন চমক। ছেলে ঋতুরাজের বিয়ের দিনেই চ্যাটার্জী বাড়িতে হঠাৎ করেই ফিরে এসেছে প্রয়াত অনুজ চ্যাটার্জি। কিন্তু কি করে?

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,কামব্যাক,Comeback,রেশমি,Reshmi,পুবলু,Publu,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া Social Media

এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন দর্শক। এরইমধ্যে অনুজের মুখ ভর্তি পাকা দাড়ি, গায়ের মোটা জ্যাকেট আর গলায় মাফলার আর মাথায় টুপি পরা লুক দেখে সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে তুমুল ট্রোল। এই গরমের মধ্যে কিভাবে কেউ এমন শীতের পোশাক পরে থাকতে পারে সেই নিয়েই শুরু হয়েছে হাসাহাসি। তাই গল্পের সাথে বাস্তবের কোন মিল না থাকায় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখনি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং।

Back to top button