• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় ছাড়াও রয়েছে বিশেষ এক প্রতিভা! নতুন অবতারে ধরা দিলেন পর্দার অনুজ রণজয়

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,রণজয় বিষ্ণু,Ranojoy Bishnu,নতুন প্রতিভা,New Talent

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র হলেন স্টার জলসার (Star Jalsha) ‘গুড্ডি’ (Guddi) সিরিয়ালের নায়ক অনুজ (Anuj)। টেলিভিশনের পর্দায় এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। শুরু থেকেই এই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। যদিও ধারাবাহিকে কিছুদিন আগেই এই অনুজ চরিত্রটির মৃত্যু দেখানো হয়েছিল।

যদিও অনুজের মৃত্যুর পর বেশ কয়েক বছরের লীপ নিয়ে এগিয়ে গিয়েছে এই সিরিয়ালের গল্প। আর তারপরেই নিজের ছেলে পুবলু ওরফে ঋতুরাজ হয়ে আগেই সিরিয়ালে কামব্যাক করেছিলেন অভিনেতা। আর কিছুদিন আগেই গালভর্তি চাপ দাড়ি,চোখে কালো ফ্রেমের চশমা, গলায় মাফলার মাথায় টুপি পরে চ্যাটার্জী বাড়িতে হাজির হয়েছিলেন হবহু অনুজের মতো দেখতে এক আগন্তুক।

Guddi actor Anuj brutally trolled on social media anm

যাকে দেখে প্রথমে অনুজ মনে হলেও এখন জানা যাচ্ছে ওই ব্যক্তি আসলে একজন বড় ক্রিমিন্যাল। আর অভিনয় ছেড়ে এবার অন্য ভূমিকায় ধরা দিলেন এই অভিনেতা। সম্প্রতি সিরিয়ালের শুটিং ফ্লোর থেকেই একটি ভিডিও শেয়ার করেছিলেন রণজয়। সেখানেই তাঁকে দেখা গেল একেবারে নতুন এক অবতারে।

এতদিন দর্শক তাঁকে ক্যামেরার সামনেই দেখে অভ্যস্ত। তবে অভিনেতা ধরা দিলেন ক্যামেরার পিছনে।রণজয়ের শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে সিরিয়ালের পরিচালক বসে রয়েছেন বিছানায়। আর ক্যামেরা  ঘুরিয়ে চলেছেন নায়ক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,রণজয় বিষ্ণু,Ranojoy Bishnu,নতুন প্রতিভা,New Talent

আর প্রথমবার হাতে এমন ক্যামেরা পেয়েই উচ্ছাসিত রণজয় ভিডিওটির ক্যাপশনে লিখেছেন ‘এই ক্যামেরার পিছনের চিত্রগ্রহণের কাজটা আমার বরাবরই খুব প্রিয় মাঝে মাঝে শুরু হয়ে যাই নিজের ফোন নিয়ে।তাই যেহুতু তিনি জানতেন আমার এই বিষয় আগ্রহ আছে তাই ,আজ আমাদের চিত্র গ্রাহক ভালোবেসে আমাকে একটা ট্রলি মুভমেন্ট করা শেখালেন। খুবই মজা পেলাম’।

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)

প্রসঙ্গত কিছুদিন আগেই নতুন লুক নিয়ে সিরিয়ালে নতুন চরিত্রে ফিরেছেন রণজয়। এপ্রসঙ্গে অভিনেতা বলেছেন ‘অভিনেতাদের জীবনে এই মুহূর্তগুলো যতটা পরিশ্রমের, অতটাই উপভোগ করার মতো। সে যে মাধ্যমেই হোক । এই লোকটা যতটা প্রভাবিত করেছে আমায়, অনেক কম চরিত্রই আমার জীবনে এতটা প্রভাব ফেলেছে। বাকি গল্প নিয়ে আমায় প্রশ্ন করে লাভ নেই। আমার লক্ষ্য শুধুমাত্র নিজের কাজটা মন দিয়ে করা। ব্যস এটুকুই।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥