গতবছরের শেষ থেকে এবছরের শুরুতে একাধিক নতুন সিরিয়াল আরম্ভ হয়েছে ষ্টার জলসার (Star Jalsha) পর্দায়। এমনই আরও একটি নতুন সিরিয়াল হল ‘গুড্ডি’ (Guddi) যেটা আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ষ্টার জলসার পর্দায়। সন্ধ্যে ৬ টা থেকে সোম থেকে রবি প্রতিদিন সম্প্রচারিত হবে এই সিরিয়ালটি। ইতিমধ্যেই নতুন সিরিয়ালের প্রমো রিলিজ করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। সেই প্রমো ভিডিও বেশ ভাইরাল হয়েছে ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
সিরিয়ালের প্রোমোতে দেখা যাচ্ছে পাহাড়ি এক গ্রামে থাকে গুড্ডি। যার স্বপ্ন সে একদিন দেশের সেবা করবে পুলিশ অফিসার হবে। এই পথে তার অনুপ্রেরণা দায়িত্ববান পুলিশ অফিসার অনুপ চ্যাটার্জী। তবে তার স্বপ্নের মাঝে রয়েছে এক ভালোবাসার টুইস্ট। গুড্ডির দিদিয়া নায়ক তথা অনুজ চ্যাটার্জিকে বিয়ে করতে চায়, গুড্ডিও সেটাই চায়। তবে এর মধ্যে রয়েছে টুইস্ট, কপালের ফেরে গুড্ডি আর অনুজ একে অপরকে ভালোবেসে ফেলবে।
নিজের পুলিশ অফিসার হবার স্বপ্নপূরণের মাঝেই অনুপের সাথে কিভাবে মিশে যাবে পথচলা! সেই গল্পই দেখানো হবে সিরিয়ালে। সিরিয়ালের প্রমো ভিডিও দেখে ইতিমধ্যেই দর্শকদের মাঝে বেশ উত্তেজনা রয়েছে। নতুন এই কাহিনী দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তারা। সাথে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের নাম ও পরিচয় জানার ইচ্ছাও প্রবল দর্শকদের মধ্যে।
আজ আপনাদের জন্য গুড্ডি সিরিয়ালের অভিনেত্রীর আসল পরিচয় নিয়ে হাজির হয়েছি। সিরিয়ালে গুড্ডি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। ২০০২ সালে কলকাতাতেই জন্মগ্রহণ করেন অভিনেত্রী। কলকাতাতেই হয়েছে পড়াশোনা, কলকাতার পাঠভবনে পড়তেন তিনি। ডাক নাম মিষ্টি। ছোট থেকেই নাচের প্রতি দারুণ আগ্রহ ছিল, এই নৃত্যশিল্পী হবার ইচ্ছা থেকেই পরবর্তী কালে অভিনয়ে আসা।
গুড্ডি অভিনেত্রীর প্রথম সিরিয়াল নয়, এর আগেও সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ‘চোখের বালি’ সিরিয়ালের হাত ধরে অভিনয়ের জগতে প্রথম পা রাখেন অভিনেত্রী। এরপর একে একে পটল কুমার গানওয়ালা, দাসী, করুণাময়ী রানী রাসমণি এর মত একাধিক সিরিয়ালে অভিনয় করেছন। শেষ দেখা গিয়েছিল ধ্রুবতারা সিরিয়ালে। বর্তমানে বয়স ২০ বছর হলেও ইতিমধ্যেই বেশ সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেছেন শ্যামৌপ্তি।
টলিপাড়ায় অভিনেত্রীদের মনের মানুষ নিয়ে চর্চা সর্বদাই লেগে রয়েছে। তাই শ্যামৌপ্তির প্রেম নিয়েও চর্চা চলে। যদিও নিজেকে এখনও সিঙ্গেল বলেই জানান অভিনেত্রী। তবে টলিপাড়ার গুঞ্জনে কান দিলে জানা যায় সহঅভিনেতা ইন্দ্রজিৎ বোসের সাথেই নাকি প্রেম করছেন অভিনেত্রী। যদিও এব্যাপারে অভিনেত্রী মুখ থেকে কিছু জানা যায়নি। নতুন এই সিরিয়ালে ‘গুড্ডি’কে দেখার জন্য রীতিমত অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।