এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘গুড্ডি’ (Guddi)। স্টার জলসার এই ধারাবাহিকের বিরুদ্ধে যতই পরকীয়ার প্রচারের অভিযোগ উঠুক না কেন, দর্শকদের মধ্যে ধারাবাহিকটির জনপ্রিয়তা কিন্তু দেখার মতো। এবার ‘গুড্ডি’র দর্শকদের জন্যই রয়েছে একটি দুঃসংবাদ। গুরুতর অসুস্থ পর্দার অনুজ (Anuj) অর্থাৎ অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)।
‘গুড্ডি’র নায়ক যেহেতু অসুস্থ সেই কারণে বন্ধ রাখতে হয়েছিল ধারাবাহিকের শ্যুটিং। শনিবার রাতে অভিনেতাকে ভর্তি করা হয় শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। রণজয় গাড়ি থেকে নামার পরই শুরু হয় অসহ্য পায়ের যন্ত্রণা।
একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, নিজের পায়ে ভর দিয়ে ঠিক করে দাঁড়াতেও পারছিলেন না রণজয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। জানা গিয়েছে, আগের থেকে এখন অনেকটা ভালো আছেন অভিনেতা।
বুধবার আনন্দবাজার অনলাইনের তরফ থেকে ‘গুড্ডি’র অনুজের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অভিনেতা জানান, রবিবার দিনই আমায় হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছিল। তবে চিকিৎসক আমায় সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। তবে আমার পক্ষে তো সেটা করা সম্ভব নয়। আমার জন্য আর কতদিনই বা প্রযোজনা সংস্থা বসে থাকবে। আমি জানিয়েছি, দাঁড়িয়ে কোনও দৃশ্যের শ্যুটিং করব না। চেষ্টা করব বসে যদি শট দেওয়া যায়’।
কিন্তু হঠাৎ কী হল রণজয়ের যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল? ‘গুড্ডি’ অভিনেতা জানান, ’১০ বছর আগে হরনাথ চক্রবর্তীর ‘রশ্নি’ ধারাবাহিকের শ্যুটিং করার সময় বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। তখন কোমরে লেগেছিল। কিন্তু বুঝতে পারিনি। স্লিপ ডিস্ক থেকে এখন বাড়াবাড়ি অবস্থা হয়ে গিয়েছে। এখন ফিজিওথেরাপি চলছে। তবে একা কিছু করতে পারছি না। সিঁড়ি থেকে উঠতে-নামতে গেলেও অন্য কারোর সাহায্য লাগছে’।
রণজয়ের অসুস্থতার কথা শোনামাত্রই তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। তবে তিন দিন বিশ্রাম নেওয়ার পর এখন অনেকটা ভালো আছেন অভিনেতা। বুধবার থেকে শ্যুটিংও শুরু করেছেন তিনি। আপাতত পর্দার অনুজ চেষ্টা করবেন যতটা সম্ভব বসে শ্যুটিং করার।