• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনুজের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে বিয়ের মণ্ডপ ছাড়ল গুড্ডি! প্রোমো দেখেই চটল দর্শকেরা

Updated on:

Guddi Serial Guddi ran from wedding after hearing Anuj Car Accident

এই মুহূর্তে বাংলা টেলভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় এবং চর্চিত একটি ধারাবাহিক (Bengali serial) হল ‘গুড্ডি’ (Guddi)। টিআরপি তালিকায় অবস্থান যেমনই হোক না কেন, ‘গুড্ডি’ কিন্তু বরাবর চর্চায় থেকেছে। গুড্ডি-অনুজ-শিরিনের ত্রিকোণ প্রেম থেকে শুরু করে অনুজের পরকীয়া হয়ে গুড্ডি-যুধাজিৎ’এর বিয়ে- নানান কারণে চর্চার কেন্দ্রে চলে এসেছে এই সিরিয়াল।

এখন আবার ‘গুড্ডি’তে বিয়ের ট্র্যাক চলছে। বিয়ের পিঁড়ি অবধি পৌঁছে গিয়েছে গুড্ডি (Guddi) এবং যুধাজিৎ (Judhajit)। দর্শকরা মনে প্রাণে চাইছিলেন, এই বিয়েটা যেন হয়ে যায়। কিন্তু কোথায় কী! শেষ পর্যন্ত সেই অনুজের কাছেই ফিরে ফেল গুড্ডি!

Guddi Judhajit marriage

স্টার জলসায় সম্প্রচারিত এই ধারাবাহিকে এখন একেবারে টানটান উত্তেজনার পর্ব চলছে। দর্শকরা আশায় বুক বেঁধেছিলেন, শেষ পর্যন্ত যুধাজিৎ’এর সঙ্গে বিয়েটা হয়তো হয়ে যাবে গুড্ডির। কিন্তু বাস্তবে তেমনটা হল না। অনুজের (Anuj) জন্য ভেস্তেই গেল সেই বিয়ে।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, গুড্ডি- যুধাজিৎ’এর বিয়ের রাতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অনুজ। এরপর শিরিনকে ফোন করে সমস্ত সত্যিটা বলে সে। শুধু তাই নয়, নিজের এবগ গুড্ডির এই দশার জন্যেও শিরিনকেই দায়ী করে অনুজ। এরপরই দেখানো হয়, জোরে গাড়ি চালাতে গিয়ে বেসামাল হয়ে অ্যাক্সিডেন্ট হয় তাঁর।

Anuj accident in Guddi

অপরদিকে আবার দুঃখ ভরা মন নিয়ে যুধাজিৎ’এর সঙ্গে বিয়ের মণ্ডপে বসেছে গুড্ডি। কিন্তু যে মুহূর্তে যুধাজিৎ গুড্ডিকে সিঁদুর পরাতে যাবে, সেই সময়ই খবর আসে অনুজের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর স্যারজির এই অবস্থার কথা শুনেই পাগল পাগল দশা হয় গুড্ডির।

অনুজের কাছে যাবে বলে সঙ্গে সঙ্গে বিয়ের মণ্ডপে যুধাজিৎকে একা ফেলে বেরিয়ে আসে বিধ্বস্ত গুড্ডি। এরপর হাসপাতাল পৌঁছে কান্নায় ভেঙে পড়ে সে। গুড্ডির পিছন পিছন হাসপাতালে আসে যুধাজিৎ ও শিরিনও। সেখানে চিকিৎসক জানায়, অনুজের মাথায় একটা গভীর চোট লেগেছে। শেষ পর্যন্ত অনুজের জন্য যুধাজিৎ’এর মতো মানুষকে গুড্ডির ছেড়ে দেওয়া দেখে দর্শকদের একটি বিরাট অংশ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥