শুরু থেকেই স্টার জলসার (Star Jalsha) অন্যতম চর্চিত বাংলা সিরিয়াল (Bengali Serial) হল গুড্ডি (Guddi)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির লেখা এই সিরিয়ালের নায়ক নায়িকা গুড্ডি আর অনুজের (Anuj) খোলামেলা পরকীয়া (Extra Marital Affair) দেখে এমনিতেই বিরক্ত ছিলেন দর্শক। আর সম্প্রতি ধারাবাহিক লীপ নেওয়ার পর এখন শিরীনের (Shirin) ছেলে নিয়ে শুরু হয়েছে টানাটানি।
ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন শুরুতেই অনুজের সাথে দুই নায়িকা গুড্ডি আর শিরিনের ত্রিকোণ প্রেম দেখা গিয়েছিল। পরবর্তীতে যা মাত্রা ছাড়িয়ে যায়। যদিও পরবর্তীতে গুড্ডির জীবনে এসেছে নতুন নায়ক যুধাজিৎ (Judhajit)। এই যুধাজিৎএর সাথে গুড্ডির বিয়ের ঠিক হলে সেসময় পাগলের মতো অবস্থা হয়েছিল স্যার জির।
এমনকি সেসময় গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল অনুজ। এরপর অনুজ শিরিনকে ডিভোর্স দিতে চাইলে সেসময় শিরিন জানায় তাঁর গর্ভে অনুজের সন্তান রয়েছে। তাই অনুজ শিরিনকে আর ডিভোর্স দেয়নি। অন্যদিকে গুড্ডিও নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরিয়ে নানান নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়েই বিয়ে করেছিল যুধাজিৎ-এর সাথে।
এরপর গুড্ডির জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়। সে এখন বড় পুলিশ অফিসার। ডিআইজি অনুজের অধীনে কাজ করে সে। এরইমধ্যে দেখা যাচ্ছে গুড্ডি আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের একটি পর্বের ঝলক শেয়ার করা হয়েছে।
সেখানে গুড্ডি সবার সামনে জানায় সে একটা সুখবর দেবে। আর সেটা হল তার বিয়ের খবর। সবাই পাত্রের নাম জানতে চাইলে গুড্ডি বলে যুধাজিৎ। যা শুনে আকাশ থেকে পরে খোদ যুধাজিৎ নিজে। অন্যদিকে একথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে যায় যুধাজিতেরও।
সবচেয়ে মজার বিষয় গুড্ডি এদিন যুধাজিৎ কে বিয়ের কথা বলে অথচ সেটা নিজেই জানে যুধাজিৎ। তাই গুড্ডির মুখে নিজের বিয়ের কথা শুনে চমকে যায় খোদ যুধাজিৎ। এই ভিডিও দেখামাত্রই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি।