• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনুজের মুখে ঝামা ঘষে যুধাজিতের কাছে ফিরল গুড্ডি! বিয়ের আগেই রোম্যান্স দেখে খুশি দর্শক

বরাবরই স্টার জলসার (Star Jalsha) চর্চিত একটি  বাংলা সিরিয়াল (Bengali Serial) হল গুড্ডি (Guddi)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির লেখা এই সিরিয়ালে নায়িকা গুড্ডি আর শিরিনের (Shirin) সাথে নায়ক  অনুজের (Anuj) খোলামেলা ত্রিকোণ প্রেম থেকে পরকীয়া (Extra Marital Affair) দেখে এমনিতেই বিরক্ত ছিলেন দর্শক।

আর সম্প্রতি ধারাবাহিক লীপ নেওয়ার পর দেখা যাচ্ছে অনুজের পর এবার শিরীনের (Shirin) ছেলেকে নিয়ে শুরু হয়েছে টানাটানি। সেইসাথে এখন দেখা  গুড্ডির জীবনে এসেছে নতুন মোড়। গুড্ডি এখন বড় পুলিশ অফিসার। ডিআইজি অনুজের অধীনে কাজ করে সে।

   

Guddi marriage Judhajit

তবে ইদানিং সবকিছুকে ছাপিয়ে গিয়েছে গুড্ডির আবার বিয়ের সিদ্ধান্ত। কার্যত বোমা ফাটিয়ে এদিন নিজে মুখে জানিয়েছে সে এবার সত্যিই বিয়ে করতে চায়। আর তাঁর বিয়ের পাত্র আর কেউ নয় সে হল  যুধাজিৎ।একথা শুনে আকাশ থেকে পরে খোদ যুধাজিৎ নিজে। অন্যদিকে একথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে যায় স্যার জি অনুজেরও।

সবচেয়ে মজার বিষয় গুড্ডি এদিন যে যুধাজিৎ কে বিয়ের কথা বলবে সেকথা ঘুণাক্ষণেও টের পায়নি যুধাজিৎ নিজেও। অথচ সেটা নিজেই জানে যুধাজিৎ। তাই গুড্ডির মুখে নিজের বিয়ের কথা শুনে চমকে যায় খোদ যুধাজিৎ। তাই আজকের পর্বেই দেখা গিয়েছে গুড্ডির কাছে বারবার বিয়ের কথা জানতে চাইছিল অনুজ। আর গুড্ডি জানায় একটা মেয়ে লজ্জার মাথা খেয়ে সে যখন এত গুলো কথা বলেছে বাকিটা এবার যুধাজিৎএর সামলানো উচিত।

স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,যুধাজিৎ,Judhajit,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,শিরিন,Shirin,অনুজ,Anuj,Guddi Judhajit

এদিন গুড্ডি আর যুধাজিৎএর মধ্যে হাল্কা রোম্যান্সও দেখা গিয়েছে। যা দেখে সোশ্যাল মিডিয়ায় লেখিকার প্রশংসায় পঞ্চমুখ এক দর্শক লিখেছেন ‘লীনা ম্যাম শেষ পর্যন্ত এই গল্পটা ঠিক দিকেই মোড় নিলেন আজ অপূর্ব একটা এপিসোড হল।  গুড্ডি যুধাজিৎ এর মূহুর্ত কথোপকথন অসম্ভব সুন্দর ছিল। যুধাজিৎ বিশ্বাস করতে পারছিল না যে গুড্ডি সত্যি সত্যি মন থেকে তার কাছে এসেছে’।

স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,যুধাজিৎ,Judhajit,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,শিরিন,Shirin,অনুজ,Anuj,Guddi Judhajit

সেইসাথে জনৈক ওই নেটিজেনের সংযোজন ‘গুড্ডি যুধাজিৎ এর সব সংশয় সব প্রশ্নের জবাব দিয়ে দিল।  আজ আর গুড্ডির বিয়ে কোন পিছুটান নেই। এতো গুলো বছরে গুড্ডি মানসিক ভাবে শক্ত হয়ে গেছে। যতবারই গুড্ডি যুধাজিৎকে ফিরিয়ে দিতে চেয়েছে যুধাজিৎ তাকে ছেড়ে যায়নি তাই বাকি জীবন সে শান্তিতে যুধাজিৎ এর সাথেই থাকতে চায়। যুধাজিৎ এর ভালোবাসার কাছে হার মেনেছে গুড্ডি আজ স্বীকার করে নিয়েছে’।
site