• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হুড়মুড়িয়ে বাড়বে TRP! অনুজকে ছেড়ে নিজেই সিঁদুর পরে যুধাজিৎকে বিয়ে করল গুড্ডি, ফাঁস আগামী পর্ব

Published on:

Guddi finally gets married to Judhajit, watch latest episode

স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত ‘গুড্ডি’ (Guddi) ধারাবাহিকটি নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার অন্ত নেই। লীনা গাঙ্গুলীর লেখা এই সিরিয়াল নিয়ে কিছু না কিছু আলোচনা চলতেই থাকে। আসলে সিরিয়ালের শুরুতে দেখানো হচ্ছিল এক নায়ককে নিয়ে দুই মেয়ের মধ্যে ‘লড়াই’ চলছে। এখন আবার দেখানো হচ্ছে, একজন মেয়েকে নিয়ে দুই ছেলের মধ্যে ‘দড়ি টানাটানি’ হচ্ছে। যুধাজিৎ’এর (Judhajit) এন্ট্রির পর থেকে গুড্ডিকে নিয়ে অনুজের (Anuj) সঙ্গে তাঁর ‘লড়াই’ চলেই যাচ্ছে।

‘গুড্ডি’র নিয়মিত দর্শকরা জানেন, কয়েকদিন আগেই দেখানো হয়েছে গুড্ডি- যুধাজিৎ’এর বিয়ের দিন গাড়ি নিয়ে বিরাট অ্যাক্সিডেন্ট করে অনুজ। স্যারজির দুর্ঘটনার ঘটেছে শুনে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায় গুড্ডি। এরপর আবার ফিরে এলেও যুধাজিৎ’এর মা সাফ জানিয়ে দেয় এই মেয়েকে কিছুতেই সে নিজের বাড়ির বউ করবে না। ফলস্বরূপ ভেঙে যায় গুড্ডি- যুধাজিৎ’এর বিয়ে (Guddi Judhajit marriage)।

Guddi Judhajit marriage

ইতিমধ্যেই আবার দেখানো হয়েছে, অনুজের সন্তানের মা হতে চলেছে শিরিন। এই ট্র্যাক দেখার পর যারা এতদিন ধরে ভাবছিলেন এবার গুড্ডি-অনুজের মিলন দেখতে পাবেন তাঁদের মন একেবারে ভেঙে গিয়েছে। কারণ অনুজ জানিয়ে দিয়েছে, সে নিজের সন্তানের মা’কে এবার থেকে মাথায় তুলে রাখবে। কিছুতেই সে শিরিনকে অপমান করবে না।

ওদিকে আবার গুড্ডিকে নিয়ে নিজের মায়ের কাছে পৌঁছেছে যুধাজিৎ। তাঁর মা এখনও গুড্ডির প্রতি বেশ বিরক্তই হয়ে আছেন। কিন্তু যুধাজিৎ তাঁর মা’কে জানায়, সে গুড্ডিকে এখনই বিয়ে করতে চায় না। নানান কারণ দেখিয়ে মা’কে ঠিক রাজিও করিয়ে নেয় সে। এই দৃশ্য দেখে দর্শকরা বলছেন, কীভাবে ভালোবাসার মানুষের পাশে থাকতে হয় তা যুধাজিৎ’কে দেখে শেখা উচিত।

Guddi Judhajit marriage

তবে এতকিছুর পরেও বিয়ের প্রস্তাবে গুড্ডি আপত্তি করায় জিৎ তাঁকে শিরিনের প্রেগন্যান্সির সংবাদ জানিয়ে দেয়। আর এরপরই ধারাবাহিকে আসে একটি বিরাট টুইস্ট। শিরিন মা হতে চলেছে শুনে বিয়েতে রাজি হয়ে যায় গুড্ডি। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, বিয়ের মণ্ডপে বসে গুড্ডি বলছে, ‘বাবুজি বলেছে আমাদের নিয়মে কনে নিজে থেকেই সিঁদুর পরে নেয়’।


অর্থাৎ ‘ধুলোকণা’য় লিপস্টিক বিয়ে দেখানোর পর এবার ‘গুড্ডি’তে নিজেই নিজেকে বিয়ে করার ট্রেন্ড ফিরিয়ে আনলেন লেখিকা লীনা গাঙ্গুলী। ধারাবাহিকে দেখানো হবে, বিয়ের মণ্ডপে বসে নিজেই নিজের সিঁথি রাঙিয়ে তুলবে গুড্ডি। এবার দেখা যাক, এই দৃশ্য দেখার পর দর্শকরা কেমন প্রতিক্রিয়া দেয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥