স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। এই সিরিয়ালটির টিআরপি কোনও দিনই আকাশছোঁয়া ছিল না। কিন্তু ‘গুড্ডি’ তার কাহিনীর জন্য বারবার সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে চলে এসেছে। একঘেয়ে পরকীয়া দেখিয়ে কম ট্রোলড হয়নি এই সিরিয়াল। সেই সঙ্গেই উঠেছিল আইপিএসের চাকরিকে ‘ছোট’ করার অভিযোগ।
‘গুড্ডি’র নিয়মিত দর্শকরা জানেন, ধারাবাহিকে একসময় দেখানো হতো, অনুজ (Anuj) আইপিএস অফিসার হলেও সেই কাজ না করে সারাক্ষণ গুড্ডির পিছনে ঘুরে বেড়াচ্ছে। তা দেখেই চটে গিয়েছিলেন দর্শকদের একাংশ। বাস্তব জীবনে একজন আইপিএস অফিসার সদাব্যস্ত থাকেন, অথচ অনুজ প্রেম ছাড়া আর কিছুতে সময় ব্যয় করে না, উঠেছিল এই অভিযোগও। তবে এখন সেসব কথা অতীত। আগের চেয়ে অনেকটা বদলে গিয়েছে সিরিয়ালের কাহিনী।
অনুজকে ছেড়ে যুধাজিতের (Judhajit) সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছে গুড্ডি। সে নিজে এখন একজন আইপিএস অফিসার হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ‘স্যারজি’কে ভুলে গুড্ডি এখন যুধাজিৎকে ভালো-ও বেসে ফেলেছে। ধারাবাহিকের সাম্প্রতিক কয়েকটি পর্বে গুড্ডি-যুধার সুখে সংসার করার দৃশ্য দেখেছেন দর্শকরা।
কিন্তু গুড্ডির জীবনের এই সুখ খুব শীঘ্রই ঘুচতে চলেছে। ভাঙনের ছায়া দেখা যাচ্ছে গুড্ডি-যুধার সংসারে। হ্যাঁ, ঠিকই দেখছেন। ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে, অনুজ এবং শিরিনের ছেলে পুবলুকে নিজের কাছে রাখা নিয়ে যুধাজিৎ এবং তাঁর মায়ের সঙ্গে গুড্ডির মন কষাকষি হয়েছে। যুধার মা নানান কথা বলে অপমানও করে গুড্ডিকে।
আসলে গুড্ডিকে খুন করার অপরাধে শিরিন গ্রেফতার হওয়ার পর পুবলু বেশ একা হয়ে পড়েছিল। তাই সেই সময় অনুজ গুড্ডিকে বলে, পুবলুকে (Publu) তাঁর কাছে রেখে দেওয়ার কথা। সেই প্রস্তাবে গুড্ডিও রাজি হয়ে যায়। প্রাক্তন স্বামীর ছেলে পুবলুকে নিজের কাছে রাখা নিয়েই গুড্ডির সঙ্গে মতবিরোধ হয় যুধাজিতের।
‘গুড্ডি’র এই ট্র্যাক দেখার পর দর্শকদের একাংশের অনুমান, অনুজের ছেলের জন্য গুড্ডি-যুধাজিতের সংসারে যে অশান্তি শুরু হয়েছে তাতেই তাঁদের সংসার ভেঙে যাবে এবং গুড্ডি আবার তাঁর ‘স্যারজি’ অনুজের কাছেই ফিরে যাবে। এবার দেখা যাক, সত্যি সত্যিই পুবলুর হাত ধরে আবার গুড্ডি-অনুজের মিল হয় কিনা।