• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভীষণ কুঁড়ে! এই বয়সেও মার খান মায়ের কাছে! ফাঁস হল ‘গুড্ডি’ অভিনেত্রী শ্যামপ্তির সিক্রেট 

Published on:

গুড্ডি,Guddi,শ্যামপ্তি মুদলি,Shyamoupti Mudly,মা,Mother,গোপন তথ্য ফাঁস,Secret Reveal

সিরিয়াল আর বিনোদন কথাটা দিনে দিনে যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। দিনে দিনে দর্শকমহলে বাড়ছে বাংলা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তা। এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয়  অন্যতম একটি ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। চলতি বছরের শুরুতেই স্টার জলসার পর্যায়ে শুরু হয়েছে এই সিরিয়াল।

জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা এই ত্রিকোণ প্রেমের গল্পের নায়িকা গুড্ডি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বামী শ্যামপ্তি মুদলি (Shyamoupti Mudly)। গুড্ডির আগেও বেশ কয়েকটি জনপ্রিয় সব বাংলা সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন তিনি। তাই দর্শকদের সাথে এই অভিনেত্রীর পরিচয় কিন্তু আজকের নয়।

গুড্ডি,Guddi,শ্যামপ্তি মুদলি,Shyamoupti Mudly,মা,Mother,গোপন তথ্য ফাঁস,Secret Reveal

শুনতে অবাক লাগলেও দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে পার করে ফেলেছেন দু’দশক অর্থাৎ ২০ বছর। মাত্র ১৩ বছর বয়স থেকেই শুরু করে দিয়েছিলেন অভিনয়। অভিনেত্রীর অভিনয়ের ঝুলিতে রয়েছে ‘চোখের বালি’ থেকে শুরু করে ‘পটল কুমার গানওয়ালা’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘দাসী’, ‘বাজলো তোমার আলোর বেণু’, ‘ধ্রুবতারা’।

গুড্ডি,Guddi,শ্যামপ্তি মুদলি,Shyamoupti Mudly,মা,Mother,গোপন তথ্য ফাঁস,Secret Reveal

তাই বরাবরই দর্শক মহলে তার অভিনয় দারুন প্রশংসা পেয়েছে। অভিনেত্রী চোখমুখের এক্সপ্রেশন থেকে শুরু করে সংলাপ বলা সবকিছুই দর্শকদের অত্যন্ত পছন্দের।ইদানিং স্টার জলসার গুড্ডিতে অভিনয়  করেও  দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন শ্যামপ্তি। যার ফলে সোশ্যাল মিডিয়াতেও রয়েছে অভিনেত্রীর নজরকাড়া ফ্যান ফলোয়িং।

গুড্ডি,Guddi,শ্যামপ্তি মুদলি,Shyamoupti Mudly,মা,Mother,গোপন তথ্য ফাঁস,Secret Reveal
২০১৭ সালে রবি ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাস তৈরী সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেই প্রথমবার অভিনয়ের হাতেখড়ি হয়েছিল ছোটপর্দার গুড্ডির। একবার এই অভিনেত্রীই এসেছিলেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে। সাথে ছিলেন তার মা মৌটুসী মুদলিও। সেখানেই তিনি ফাঁস করেছিলেন পর্দার গুড্ডির  নানান অজানা সিক্রেট। সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথায় কথায় শ্যামপ্তির মা জানান তার মেয়ে পর্দায় যেমন চরিত্রে অভিনয় করেন বাস্তবে নাকি তিনি ঠিক তার উল্টো।

অভিনেত্রীর মায়ের কথায় শ্যামপ্তি ভীষণ কুঁড়ে। কোন কাজ না করার জন্য কথা শুনেও না শোনার ভান করেন তিনি। সকলের সামনে অভিনেত্রীর মা জানিয়ে দেন অভিনেত্রী হওয়ার পরেও শ্যামপ্তি নাকি তার হাতে মার খেয়েছেন। পাশেই শ্যামপ্তির দাদুর বাড়ি থাকায় তিনি যখন অভিনেত্রীকে পেটান তখন ঘরের সমস্ত জানলা বন্ধ করে দিয়ে পেটান তাকে। পাশেই দাদুর বাড়ি থাকায় নাকি মাঝে মাঝেই জানালার কাছে গিয়ে ইচ্ছা করে কান্নাকাটি করেন শ্যামপ্তি। সোশ্যাল মিডিয়ার মা মেয়ের এই খুনসুটির এই ভিডিও দেখে দারুন খুশি হয়েছেন দর্শকরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥