• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী থাকতেও অনুজের জন্য গুড্ডির ন্যাকামি! লীনা ম্যামকে ডাক্তার দেখানোর পরামর্শ ক্ষুদ্ধ দর্শকদের

Published on:

Viewers angry on Guddi's behaviour after anuj dies brusts out on social media

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত চর্চিত একটি সিরিয়াল হয়ে উঠেছে স্টার জলসার (Star Jalsha) গুড্ডি (Guddi)। প্রেম থেকে পরকীয়া কি নেই এই সিরিয়ালে। বিশেষ করে এই দেড় বছরে সবচেয়ে বেশি চর্চায় থেকেছে বিবাহিত হয়েও গুড্ডি-অনুজের (Guddi-Anuj) পরকীয়া।

সিরিয়ালতীর নিয়মিত দর্শকরা জানেন শুরুতে একপ্রকার বাধ্য হয়ে গুড্ডিকে বিয়ে করেছিল অনুজ,কিন্তু তখন তার মনে ছিল শিরিন। আর তাই গুড্ডিকে ডিভোর্স দিয়ে নিজের চাটাই শিরিনের সাথে বিয়েও করেছিল অনুজ।

Ranojoy Bishnu Emotional Post Guddi Anuj

কিন্তু তাতেও শান্তি নেই। গুড্ডির সাথে ডিভোর্স তাঁর গুড্ডির প্রতি প্রেম ভালোবাসা নতুন করে প্রাণ পেতে শুরু করে। যদিও এখন সিরিয়ালে নতুন মোচড় আনতে এই অনুজেরই মৃত্যু দেখানো হয়েছে। তাতে বেজায় ক্ষেপেছেন দর্শকদের একাংশ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anujs Death,অনুজের মৃত্যু,Judhajit,যুধাজিৎ,Audience,ক্ষোভ,Anger,সোশ্যাল মিডিয়া,Social Media,Leena Ganguly,লীনা গাঙ্গুলি

অন্যদিকে প্রাক্তন স্বামী অনুজের মৃত্যুর পর শোকে একেবারে পাথর গুড্ডি। যার জন্য এখন সে তাঁর বিবাহিত স্বামী যুধাজিৎকেই অস্বীকার করছে। মনের এই দুর্বল অবস্থাতেই গুড্ডি যুধাজিৎকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তাঁদের মধ্যে আর কোনোদিন  স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক তৈরী হবে না।

গুড্ডির কোথায় সে এখন তাঁর প্রাক্তন স্বামী তথা প্রয়াত অনুজের সাথে একাত্ম হয়ে গিয়েছে তাই তার পক্ষে তাকে কিছুই আর দেওয়া সম্ভব নয়। অনুজের জন্য যুধাজিৎএর সাথে গুড্ডির এই প্রতারণা একেবারেই ভালো চোখে দেখছে না দর্শক। সিরিয়ালের এই ট্র্যাক দেখে সোশ্যাল মিডিয়ায় একেবারে ছিঃ ছিঃ রব উঠেছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anujs Death,অনুজের মৃত্যু,Judhajit,যুধাজিৎ,Audience,ক্ষোভ,Anger,সোশ্যাল মিডিয়া,Social Media,Leena Ganguly,লীনা গাঙ্গুলি

সিরিয়ালের বন্ধের ডাক দেওয়ার পাশাপাশি প্রশ্ন উঠছে গুড্ডির চরিত্র নিয়েও। আবার কেউ কেউ পরামর্শ দিয়েছেন সিরিয়ালের লেখিকা লীনা গাঙ্গুলিকে মানসিক রজার চিকিৎসক দেখানোর জন্য। একজন লিখেছেন ‘বাংলা টেলিভিশনের সবচেয়ে জঘন্য চরিত্র হল গুড্ডি।এই সিরিয়াল অবিলম্বে বন্ধ করা উচিত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥